নাটকীয় নো বলের পরও '৩' রানে জিতল বাংলাদেশ
ম্যাচের ১৯তম ওভারে নিজের বলে দুর্দান্ত এক রানআউটে ৬৪ করা উইলিয়ামসকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। বাকি কাজটা সম্পন্ন করেন মোসাদ্দেক।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-10-30T12:39:05+06:00
আপডেট হয়েছে - 2022-10-30T13:43:46+06:00
Bangladesh vs Zimbabwe
The Gabba

Bangladesh
150/7 (20)

Zimbabwe
147/8 (20)
Bangladesh won by 3 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Taskin Ahmed (Bangladesh) |
খেলার সারসংক্ষেপ
বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শান্তর ফিফটির ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্বস্তির জয়।
১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার ওয়েসলে মাধেভেরেকে প্যাভিলিয়নের পথে দেখান তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে এসে দুর্দান্ত বোলিংয়ে আরেক ওপেনার ও অধিনায়ক ক্রেইগ অরভিনকে সোহানের ক্যাচ বানিয়ে আউট করেন তাসকিন।
এরপর পাওয়ার প্লে'র মধ্যেই জোড়া আঘাত হানেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মিল্টন শুম্বা ও সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। রাজা ০ ও শুম্বা করেন ৮ রান। রেজিস চাকাভাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। ৪ ওভারে তিন উইকেট নিতে এই পেসার খরচ করেন ১৯ রান।
এরপর ভয়ংকর হতে শুরু করে শন উইলিয়ামস ও রায়ান বার্ল জুটি।
ম্যাচের ১৯তম ওভারে নিজের বলে দুর্দান্ত এক রান আউটে ৬৪ করা উইলিয়ামসকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার হয় ১৬। বল হাতে মোসাদ্দেক শেষ ওভারে যখন জয় এনে দিচ্ছিলেন, ম্যাচের শেষ বলে স্ট্যাম্পের আগে থেকে বল গ্লাভসবন্দি করে নো বল বানিয়ে ফেলেন সোহান। ফলে আবারও মাঠে নামতে হয় দুই দলকে। শেষ পর্যন্ত ফি হিটে আর কিছুই করতে পারেনি মুজারাবানি। ফলে তিন রানের জয় পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বাংলাদেশ : ১৫০/৭ (২০ ওভার)
শান্ত ৭১, আফিফ ২৯
মুজারাবানি ২/১৩, এনগারাভা ২/২৪
জিম্বাবুয়ে : ১৪৭/৮ (২০ ওভার)
উইলিয়ামস ৬৪, বার্ল ২৭*
তাসকিন ৩/১৯, মুস্তাফিজ ২/১৫, মোসাদ্দেক ২/৩৪
ফল : বাংলাদেশ ৩ রানে জয়ী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।