নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন রাচিন রবীন্দ্র
স্যার রিচার্ড হ্যাডলি পুরস্কার পেলেন রাচিন রবীন্দ্র।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-03-13T16:05:50+06:00
আপডেট হয়েছে - 2024-03-13T16:05:50+06:00
বুধবার ক্রাইস্টচার্চে ক্রিকেটারদের বিভিন্ন পুরস্কার দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে (এএনজেড) নিউজিল্যান্ড ক্রিকেট। নিউজিল্যান্ডের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সবচেয়ে কম বয়সে (২৪) নিউজিল্যান্ডের অন্যতম সেরা পুরস্কার স্যার রিচার্ড হ্যাডলি পুরস্কার জিতেছেন রাচিন রবীন্দ্র। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরজুড়ে দারুণ পারফরম্যান্স করেছেন রাচিন রবীন্দ্র। তিন ফরম্যাটেই তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন তিনি। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৫৭৮ রান করেন রাচিন। যেখানে ছিল তিন সেঞ্চুরি ও দুই ফিফটি। রাচিনের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন আইসিসির ইমার্জিং ক্রিকেটারের খেতাব জিতে। টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি।
এর বাইরে টেস্টে দারুণ পারফরম্যান্সের জন্য কেন উইলিয়ামসন জিতেছেন এএনজেড-এর বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। পুরস্কার বিবেচনার সময় খেলাছয় টেস্টে ৬১৯ রান করেছেন উইলিয়ামসন যাতে ছিল চার সেঞ্চুরি। একইসাথে পঞ্চম নিউজিল্যান্ড ব্যাটার হিসেবে করেছেন এক টেস্ট দুই ইনিংসেই সেঞ্চুরি। আইসিসির বর্ষসেরা টেস্ট দলেও ছিলেন উইলিয়ামসন।
বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। ৫৫২ রান নিয়ে ওয়ানডে বিশ্বকাপের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ড্যারিল মিচেল। করেছিলেন দুইটি করে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি। দারুণ খেলেছিলেন স্যান্টনারও। অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডকে জেতান আরব আমিরাত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ। ড্র করেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ।
এছাড়া মেয়েদের বিভাগেও পুরস্কার দিয়েছে নিউজিল্যান্ড। মেইলি কের জিতেছেন সেরা নারী ক্রিকেটারের পুরস্কার ডেবি হকলি মেডেল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।