
নিজের ব্যাটিংয়ে অফ সাইডে ঘাটতি দেখছেন না হৃদয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-02T19:26:53+06:00
আপডেট হয়েছে - 2024-11-02T19:26:53+06:00
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্পটা এখন প্রায় অবধারিতই হয়ে গেছে। যেন ব্যাটাররা ব্যর্থ হবেন এরকমটাই নিয়ম। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও টাইগারদের যাচ্ছেতাই ব্যাটিং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্যাটিংয়ে এখনও কতটা ঘাটতি রয়েছে বাংলাদেশের। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
তাওহিদ হৃদয়।
সাদা বলে বাংলাদেশের ব্যাটারদের অনেকের মধ্যে লেগ
সাইডে বেশি শট খেলার প্রবণতা দেখা যায়। অফে থাকা অনেক বলই অফ সাইডে না খেলে টেনে
লেগ সাইডে শট খেলেন অনেকেই। এমন ব্যাটিংয়ে যে রান আসে না, এরকমটা নয়। তবে এভাবে
খেলে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন টেকা কিছুটা কঠিনই। আন্তর্জাতিক পর্যায়ের
ক্রিকেটে ব্যাটারদের প্ল্যান ধরে ফেলার মত বোলারই আছেন অনেক। ফলে লেগের পাশাপাশি
অফ সাইডেও শটের পরিধি বাড়ানোটা বেশ জরুরি।
সাদা বলে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয় অবশ্য নিজের ব্যাটিংয়ে অফ সাইডে শট খেলাতে কোনো প্রকার ঘাটতি দেখছেন না। আফগানিস্তান সিরিজ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে গণমাধ্যমকে হৃদয় জানান, ‘আমার কাছে তো মনে হয় না (অফে) ঘাটতি আছে। আপনার কাছে যদি মনে হয় তাহলে কাজ করে দেখতে হবে। আমার কাছে এখনও মনে হয় নাই। অন্যান্য দেশের প্লেয়াররা যখন রান করে এক সাইড দিয়ে তখন ঘাটতি থাকে না। তখন ভালো শট খেলে। আমরা করলে ঘাটতি থাকে। আমি মনে করি যে রানটা গুরুত্বপূর্ণ। রানের খেলা রান আসাটা জরুরি ব্যাপার।’
আগামী ৬ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।