নিরাপত্তার দিক থেকে পাকিস্তান এখন অসাধারণ : বিজয়

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-08-31T11:13:28+06:00
আপডেট হয়েছে - 2024-08-31T11:13:28+06:00
পাকিস্তান শাহীনসের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচে বিজয় ছিলেন দলের অধিনায়ক। ছিলেন সাদা বলের দলেও। খেলার ফাঁকে ফাঁকে পাকিস্তানকে যতটুকু দেখেছেন, তাতেই মুগ্ধ বিজয়।
ফেসবুকে তিনি লিখেছেন, 'অনেক এক্সাইটেড ছিলাম পাকিস্তান নিয়ে। প্রাকটিস, ট্রেনিং সব কিছু মিলিয়ে ৷ প্রথমে যখন আসলাম তখন পাকিস্তানের অসম্ভব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার পাহাড়, চমৎকার পরিবেশ, চমৎকার আতিথেয়তা সবাইকে মুগ্ধ করেছে। কিন্তু বৃষ্টি এত বেশি হানা দিয়েছে আমরা না ভালোমতো প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, না পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পেয়েছি।'
'মাত্র দুটি (আনঅফিসিয়াল) টেস্ট খেলার সুযোগ হয়েছিল যেখানে দলপতি হিসেবে ছিলাম। কিন্তু আসলে দুইটা ম্যাচের একটাতেও রেজাল্ট আসেনি। দুটিই ড্র হয়ে যায় বৃষ্টির কারণে। দুইটা ওয়ানডে মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। বৃষ্টি না হলে আমার মনে হয় অভিজ্ঞতা আর ভ্রমণ দিয়ে অসম্ভব ভালো যেত। হারি বা জিতি আমরা শেখার সুযোগ পেতাম এর মধ্যে।'
পাকিস্তানের নিরাপত্তা, আতিথেয়তা ও সৌন্দর্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিজয় আরও লিখেছেন, 'আমরা একদিন ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছি। বাদবাকি ২০-২৫ দিনই হোটেল থেকে মাঠে যাওয়া ছাড়া আসলে কোথাও যাওয়ার সুযোগ হয়নি। বাহির থেকে যতটুকু দেখতে পেরেছি অসম্ভব সুন্দর লেগেছে পাকিস্তানের পরিবেশ। নিরাপত্তার দিক থেকে পাকিস্তান এখন অসাধারণ। পর্যাপ্ত নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে আমাদের। সাথে জনগণও সাধারণভাবে চলাফেরা করছে৷ আশা করি টুরিস্টদের আসতে, দেখতে সমস্যা হবে না। ইনশাআল্লাহ আবার দেখা হবে পাকিস্তান।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।