পিচ নয়, পাওয়ারপ্লের ব্যাটিংকে দায় দিলেন বাবর

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-10T03:11:18+06:00
আপডেট হয়েছে - 2024-06-10T03:11:18+06:00
ম্যাচের পর পুরস্কার বিতরণীতে পিচের আচরণকে ম্যাচের হারের কারণ হিসেবে উপস্থাপন করেননি বাবর। তিনি মনে করেন প্রচুর ডট বল খেলা এবং পাওয়ারপ্লে কাজে লাগাতে না পারার কারণেই হেরেছে পাকিস্তান।
ম্যাচশেষে বাবর আজম বলেন, "আমার মনে হয় তারা দশ ওভারের পর ভালো বোলিং করেছে। আমরা ১২০ রান তাড়া করছিলাম। প্রথম দশ ওভারে আমরা বল প্রতি এক রান করে নিচ্ছিলাম। কিন্তু এরপর ব্যাক টু ব্যাক উইকেট পড়ে যায়।"
ওভারপ্রতি ৫-৬ রান তোলার লক্ষ্য ছিল পাকিস্তানের। কিন্তু ডট বল দিয়ে এবং অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে সফল হতে দেয়নি ভারত। ২ উইকেটে ৭৩ রান থেকে ৮৮ রানে পৌঁছাতে আরও তিন উইকেট হারায় পাকিস্তান।
বাবর বলেন, "আমাদের কৌশল খুবই সাধারণ ছিল, স্বাভাবিকভাবে খেলা এবং স্ট্রাইক রোটেট করে ওভারে ৫-৬ রান করে নেওয়া। কিন্তু ঐ সময়টায় আমরা অনেক ডট বল খেলে ফেলেছি। আমরা চাপে পড়ে যাই এবং দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলি।"
পাওয়ারপ্লেতে পাকিস্তান রান করে ১ উইকেটে ৩৫। বাবর জানান, ৪০-৪৫ রান করার লক্ষ্য ছিল পাকিস্তানের। তিনি বলেন, "টেলএন্ডারদের কাছে খুব বেশি আশা করতে পারি না। আমরা প্রথম ছয় ওভারে প্রত্যাশা অনুসারে ভালো করতে পারিনি। আমরা ৪০-৪৫ রান করার টার্গেট করেছিলাম এবং আমরা তা কাজে লাগাতে পারিনি।"
"পিচ ভাল মনে হয়েছে। কিছুটা ধীরগতির এবং কিছু বল বেশি বাউন্স করছিল তবে ড্রপ-ইন পিচে আপনি এগুলো আশা করবেনই, " যোগ করেন বাবর।
২ ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় রয়েছে পাকিস্তান। ১১ জুন কানাডার বিপক্ষে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে তারা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।