প্রধান কোচের দায়িত্ব পেলে জাতীয় দলে কাজ করবেন সালাউদ্দিন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-03-04T16:51:26+06:00
আপডেট হয়েছে - 2024-03-04T17:10:38+06:00
মঈন আলী পর্যন্ত অবাক হয়েছিলেন- মোহাম্মদ সালাউদ্দিন কেন বাংলাদেশ দলের কোচ নন? ইংলিশ সুপারস্টারের চোখে সালাউদ্দিন তার দেখা সেরা ৫ কোচের একজন। যে দেশে সালাউদ্দিনের মতো রত্ন আছে, সেই দেশের জাতীয় দলের কোচিং প্যানেল ভরপুর বিদেশিদের দিয়ে। মঈন তাই বিস্ময় প্রকাশ করেছিলেন, সালাউদ্দিনকে বাংলাদেশ দলের দায়িত্বে না দেখে। মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটারও প্রশংসায় ভাসিয়েছিলেন বাংলাদেশি কোচকে। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিপিএল বা ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য সাফল্যের অধিকারী কোচ সালাউদ্দিন। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এখন তার সুনাম। বাংলাদেশের ক্রিকেটাররা ফর্ম নিয়ে বিচলিত হলেই ছুটে যান প্রিয় সালাউদ্দিন স্যারের কাছে। সম্প্রতি মঈন-রিজওয়ানদের বক্তব্যে সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ করার ব্যাপারে আলোচনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, কোচ হওয়ার জন্য আবেদনই করেননি সালাউদ্দিন, আবেদন করলে বা আগ্রহ থাকলে বিসিবি তাকে দায়িত্ব দিতে রাজি।
অবশেষে এ বিষয়ে মুখ খুললেন খোদ সালাউদ্দিন। সম্প্রতি বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ ফাঁকা পড়ে ছিল। সালাউদ্দিনকে আবেদন করলে সেই পদের জন্য করতে হতো। ব্যাটিং কোচ কাজ করেন প্রধান কোচের অধীনে, সহকারী কোচ হিসেবে। বাংলাদেশ দলের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর সেই হাথুরুসিংহের অধীনে কাজ করতে বড্ড অনীহা সালাউদ্দিনের। শুধু তা-ই নয়, কোনো কোচের অধীনেই তিনি জাতীয় দলে কাজ করতে চান না।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে সালাউদ্দিন বলেন, 'সত্যি বলতে, কারও অধীনে কাজ করার বয়স আমার নেই আর সহকারী কোচ হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, ছেলেদের গড়ে তুলতে অনেক সময় দিতে হবে। দল গোছানোর ক্ষেত্রে সহকারী কোচকে বড় ভূমিকা পালন করতে হয়। আমি এখন এটা করতে পারব না, আর আমার কারও অধীনে কাজ করার মানসিকতাও নেই।'
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের সহকারী কোচরা বিদায় নেন। গুঞ্জন ছিল, হাথুরুসিংহের সাথে খাপ খাওয়াতে পারছেন না বলেই অ্যালান ডোনাল্ডরা চুক্তি নবায়নে আগ্রহ প্রকাশ করেননি। সালাউদ্দিনও তুলে ধরলেন সেই কথা, 'হাথুরুসিংহে সম্পর্কে যতটা দেখেছি এবং জেনেছি, তার সাথে অন্য কোচরা মানিয়ে নিতে পারে না। আমার যে মন-মানসিকতা, আমি স্বাধীনতা চাই। আমার উপর কেউ দাপট দেখাতে এলে আমার জন্য কাজ করা কঠিন। কারণ আমি ওরকম ক্যারেক্টারই নই। এ কারণেই আমি আবেদন করিনি। বিশ্বকাপের অর্ধেক কোচিং স্টাফ চলে গেছে, আমি জেনেছি ওরা হাথুরুসিংহের সাথে কাজ করতে চায় না। তারা যদি না চায়, আমি কীভাবে করব? আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। এটা হবে না দেখেই জাতীয় দলে কাজ করতে নারাজ।'
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ফরম্যাটে ক্রিকেটারদের ব্যবহার করতে হয় বুদ্ধি খাটিয়ে, যা সালাউদ্দিনের মতো কোচ বেশ ভালোভাবেই পারেন। যদি টি-টোয়েন্টির জন্য বিসিবি তাকে দায়িত্ব দিতে চায়, তিনি কি দায়িত্ব নেবেন? এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, 'আমাকে যদি প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়, আমি চিন্তা করে দেখব।' অর্থাৎ, প্রধান কোচের দায়িত্ব পেলে বিশ্বকাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে দেখা যেতেও পারে সালাউদ্দিনকে!
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।