ফাইনালে উঠেও খেলা অনিশ্চিত রংপুরের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-12-06T14:01:04+06:00
আপডেট হয়েছে - 2024-12-06T14:01:04+06:00
দুর্দান্ত কামব্যাকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে বাংলাদেশি দল রংপুর রাইডার্স। তবে ফাইনালে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের তিন ক্রিকেটারকে ফাইনালের আগেই দলে যোগ দিতে বলেছে বিসিবি। আর তাতে একাদশ সাজানোই কঠিন হয়ে যাচ্ছে বলে দাবি করেছে রংপুর রাইডার্সের।
৮ ডিসেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ। এদিকে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ৭ ডিসেম্বর। কথা ছিল, ফাইনাল শেষ করেই ওয়ানডে দলে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
রংপুর স্কোয়াড়ে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটার সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে ফাইনালের আগেই বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্লোবাল সুপার লিগের নিয়ম মানতে গেলে, রিশাদ সৌম্য ও আফিফ দল ছাড়লে ফাইনালে অংশই নিতে পারবে না রংপুর, ওয়াকওভার পেয়ে যাবে অস্ট্রেলীয় দল ভিক্টোরিয়া। এতে বাংলাদেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।
এই ৩ ক্রিকেটারকে ছেড়ে দিলে একাদশ সাজানোর ক্ষেত্রে দেশি ক্রিকেটারের কোটাই পূরণ করতে পারবে না দল, কারণ ইতোমধ্যে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। হাতে যথেষ্ট সময় না থাকায় দেশ থেকে নতুন করে কাউকে উড়িয়ে নেওয়াও সম্ভব হচ্ছে না।
রংপুর রাইডার্সের দাবি, বাংলাদেশের খেলার সাথে যাতে সাংঘর্ষিক না হয় এ কারণে গ্লোবাল সুপার লিগের আয়োজকরা ৭ ডিসেম্বর ফাইনাল আয়োজন করেন। শুধু বাংলাদেশ নয়, গায়ানার হয়ে খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার। তাদেরও যেন ওয়ানডে সিরিজ খেলতে অসুবিধা না হয় তা মাথায় রেখেই ফাইনালের সূচি সাজানো হয়েছিল।
রংপুর রাইডার্স বিসিবিকে আশ্বস্ত করেছে, ফাইনাল শেষ হওয়ার সাথে সাথেই তিন ক্রিকেটার জাতীয় দলের উদ্দেশে রওয়ানা হবেন। তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দুই পক্ষের মধ্যে মাতামাতি চলছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগেই ঝুলেই রইল রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের ভাগ্য।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।