বাবরকে ফেসবুক-এক্স ব্যবহারে বারণ রমিজ রাজার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-08-30T20:41:46+06:00
আপডেট হয়েছে - 2024-08-30T20:41:46+06:00
ভালো যদি খেলতে চাও, ফেসবুক থেকে দূরে যাও। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানি ব্যাটার বাবর আজমের প্রতি এই আহ্বান দেশটির সাবেক ক্রিকেটার ও সমালোচক রমিজ রাজার। এখনও বাবরে আস্থা রাখা রমিজ মনে করেন, সমালোচনায় কান না দিলে ফর্মে ফেরা সহজ হবে বাবরের জন্য।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি বাবর। পরের ইনিংসে সাজঘরে ফেরেন ২২ রানে। দলের ১০ উইকেটের পরাজয়ের পর বেশিরভাগেরই অভিযোগ বাবরকে নিয়ে।
রমিজ বলেন, ‘মনে হচ্ছে, বাবর ছাড়া পুরো জাতির আর কোথাও সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে দল হেরেছে, আপনিও রান পাননি আর আপনি মানুষটি বাবর আজম—তাহলেই শিরোনাম হয়ে যায়- আমরা কীভাবে হারলাম? সে কী করল? তার অবদান কী? এর সঙ্গে আছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে যে কেউই সমালোচনা করতে পারেন, হাসাহাসি করতে পারেন। এগুলো যতটা সম্ভব নিরুৎসাহিত করতে হবে।’
অবশ্য টেস্টে দলের একের পর এক ব্যর্থতায় রমিজও ক্লান্ত ও হতাশ। তার ভাষায়, ‘ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে। জানি না, টেস্ট ক্রিকেটে এভাবে কত দিন হারতে হবে। একটা দলের ভক্ত–সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে। কারণ, সমর্থকেরা সফল গল্পের অংশ হতে চান। বাবরের সাফল্যের গল্প আছে। এতে কোনো সন্দেহ নেই যে তিন সংস্করণেই সে বড় মাপের খেলোয়াড়।’
বাবরকে ফর্মে ফেরার জন্য রমিজ যেসব পরামর্শ দিয়েছেন, তার শুরুতেই আছে সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে যাওয়া। কারণ সমালোচনার সিংহভাগ হয় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মেই।
সাবেক ক্রিকেটার বলেন, ‘প্রথমত, সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত, বর্তমানে মনোযোগ রাখতে হবে। রান না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয়। বাবরের চেহারায় উদ্বেগ ফুটেও উঠেছে। সে ব্যাপক চেষ্টা করে যাচ্ছে, সুতরাং হতাশাও কাজ করছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে কীভাবে ব্যাটিং করছে।’
অনুশীলনে মনোযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে রমিজ আরও বলেন, ‘ক্রিজে বেশি সময় কাটাতে পারছো না বলে মনোযোগ সরে যাচ্ছে। যদি পা সামনে নিয়ে খেলতে চাও, ওভাবেই খেলো। যদি পা পেছনে নিয়ে খেলতে চাও, তাহলে ক্রিজ ব্যবহার করো। অনুশীলনে হুক আর পুল শট চর্চা করো। তাহলেই বলে মনোযোগ বাড়াতে পারবে।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।