বাবর দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস খুররামের
দ্রুতই বাবর চেনা ছন্দে ফিরবেন বলে বিশ্বাস খুররামের।

বাবর দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস খুররামের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-09-01T22:49:36+06:00
আপডেট হয়েছে - 2024-09-01T22:49:36+06:00
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে একদমই ছন্দে নেই পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। প্রথম টেস্টে হাসেনি বাবরের ব্যাট। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও আহামরি ভালো কিছু করে দেখাতে পারেননি বাবর। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
খুররাম শাহজাদ। যেহেতু দলের সেরা ব্যাটার, তাই দলের প্রত্যাশাটাও বেশি
থাকে বাবরকে ঘিরে। এমন কেউ টানা ব্যর্থ হলে স্বাভাবিকভাবেই দলের উপর তার নেতিবাচক
প্রভাব পড়ে। পাকিস্তান দলেও সেরকমটা হচ্ছে। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে হুড়মুড়িয়ে
ভেঙে পড়েছিল দলের ব্যাটিং লাইনআপ। ম্যাচটাও ১০ উইকেটে হারতে হয় পাকিস্তানকে।
তবে বাবরের রান না পাওয়ার ব্যাপারে মোটেও চিন্তিত নয় পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৬ উইকেট তোলা পেসার খুররাম শাহজাদ জানিয়েছেন, বাবরের প্রতি বিশ্বাস আছে গোটা দলের। দ্রুতই রানে ফিরবেন তিনি।
সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘আসলে বাবর ভাইয়ের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে ইনশাল্লাহ। আমাদের পুরো দলের বিশ্বাস আছে উনার উপর। ইনশাল্লাহ উনি শীঘ্রই রানে ফিরবেন। ইনশাল্লাহ আমাদের দলকে ম্যাচ জেতাবেন।’
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের হয়ে ৬ উইকেট তুলেছেন খুররাম। শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে যদিও সুবিধা করতে পারেননি তেমন। নিজের দারুণ বোলিংয়ে টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পিকেও কৃতিত্ব দিয়েছেন খুররাম।
সংবাদ সম্মেলনে খুররাম বলেন, ‘উনি (গিলেস্পি) দারুণ কোচ। উনি আমাকে অনেক অনুপ্রেরণা দেন। ইতিবাচক কথা বলতে থাকেন, আমাকে সাপোর্ট দিতে থাকেন সবসময়।’
নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামার ব্যাপারে খুররাম জানান, ‘আসলে দলের জন্য আমি সবসময়ই প্রস্তুত ছিলাম। আমি চেষ্টা করেছিলাম ক্রিজে টিকে থাকতে তবে দুর্ভাগ্যজনকভাবে আমি আউট হয়ে গিয়েছিলাম।’
দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।