বাবর, শাহীন, রিজওয়ানের পর এনওসি পেলেন না নাসিমও

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-14T13:05:11+06:00
আপডেট হয়েছে - 2024-07-14T13:05:11+06:00
নাসিম দল পেয়েছিলেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে। একশ বলের এই বিচিত্র টুর্নামেন্টে তার খেলার কথা বার্মিংহাম ফনিক্সের হয়ে, যে দল সোয়া এক লাখ পাউন্ড বা ৪৫ মিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করে কিনে নিয়েছিল নাসিমকে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত পাকিস্তান-বাংলাদেশ দুটি টেস্টের আগে পিসিবি ক্রিকেটারদের আর কোনো খেলার চাপ দিতে নারাজ। এ কারণে আটকে দেওয়া হয়েছে নাসিমের অনাপত্তিপত্র।
এর আগে নাকচ করে দেওয়া হয় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির ছাড়পত্র। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল তাদের। রিজওয়ান পেয়েছিলেন দলের অধিনায়কত্বও।
আগামী আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ টেস্ট দল যাবে পাকিস্তান সফরে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম ম্যাচ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে, যা শুরু হবে ৩০ আগস্ট।
২০২০ সালের পর এবারই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে এই সিরিজকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে পাকিস্তান। এছাড়া বিশ্বকাপ ব্যর্থতা ভুলার উদ্দেশেও এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছে দলটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।