বিশ্ব ঘুরে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বিশ্বকাপ ট্রফি

সৌমিক খান প্রান্ত ফিচার লেখক
প্রকাশিত হয়েছে - 2019-02-17T04:24:02+06:00
আপডেট হয়েছে - 2019-02-17T04:24:02+06:00
মে মাসের ৩০ তারিখে মাঠে গড়াবে আইসিসি বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের ট্রফি বের হয়েছে বিশ্ব ভ্রমনে। সারা বিশ্ব ঘুরছে আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর ট্রফি। আফ্রিকা সফর শেষে আইসিসি বিশ্বকাপ ট্রফি শুরু করেছে ইউরোপ সফর।
ইউরোপ সফরে আইসিসি বিশ্বকাপ ট্রফি থামে বেলজিয়াম ও
ে। ফুটবল বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলের দেশে বিশ্বকাপ ট্রফিকে ঘিরে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বেলজিয়ামে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানায় বেলজিয়াম ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও বেলজিয়ামের সংস্কৃতি মন্ত্রী সহ বেলজিয়াম জাতীয় দলের খেলোয়াড়েরা। ব্রাসেলস শহরের মেয়রের কার্যালয়েও প্রদর্শিত হয় ট্রফিটি। বেলজিয়াম ইউরোপীয়ান ক্রিকেটে খুব দ্রুত অগ্রসর হচ্ছে এবং ট্রফিকে ঘিরে স্থানীয় খেলোয়াড়দের ও জনগণের মাঝে আগ্রহ ছিলো ব্যাপক।
[caption id="attachment_70258" align="alignnone" width="1024"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ব্রাসেলসে বিশ্বকাপ ট্রফির সামনে ভক্তরা। ছবি : আইসিসি[/caption]
বেলজিয়াম সফর শেষে বিশ্বকাপ ট্রফি পৌছায় নেদারল্যান্ডে। নেদারল্যান্ড সফর শেষে ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি বিশ্বকাপ ট্রফি থাকবে জার্মানি। জার্মানি সফর শেষে বিশ্বকাপ ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করবে আয়োজক দেশ ভ্রমন।
ও ওয়েলসের বিভিন্ন শহর ঘুরবে আইসিসি বিশ্বকাপ ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে।
ইউরোপ ভ্রমনে আসার আগে আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে আসে আইসিসি বিশ্বকাপ ট্রফি। আফ্রিকার নতুন ক্রিকেট শক্তি রুয়ান্ডাতে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানায় স্থানীয় খেলোয়াড়রা। আফ্রিকার অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম রুয়ান্ডার কিগালিতে প্রদর্শিত হয় বিশ্বকাপ ট্রফি।
[caption id="attachment_70259" align="alignnone" width="1024"]

রুয়ান্ডায় বিশ্বকাপ ট্রফি[/caption]
নাইজেরিয়া ভ্রমণে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানাতে নাইজেরিয়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন আফ্রিকান ফুটবল লিজেন্ড ও সাবেক পিএসজি ফুটবলার জে জে ওকোচা।