বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে মহারাজ
সিরাজের চেয়ে ৩ রেটিং বেশি নিয়ে ১ নম্বরে উঠেছেন মহারাজ।

বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে মহারাজ
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-11-14T21:07:55+06:00
আপডেট হয়েছে - 2023-11-14T21:07:55+06:00
আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। ভারতের মোহাম্মদ সিরাজকে দুইয়ে ঠেলে দিয়ে ৭২৬ রেটিং নিয়ে বর্তমানে ১ নম্বরে আছেন মহারাজ। চলমান বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মহারাজ। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন মহারাজ, ভালো করছে তার দল দক্ষিণ আফ্রিকাও। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপে ভালো করছেন ভারতীয় বোলাররাও। কিছুদিন আগে শীর্ষে উঠেছিলেন পেসার মোহাম্মদ সিরাজ। তবে ৭২৩ রেটিং পাওয়া সিরাজ এবং শীর্ষস্থানটা হারিয়েছেন ৩ রেটিং বেশি পাওয়া মহারাজের কাছে। এছাড়া ভারতের জাসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব এগিয়েছেন দুই ধাপ করে। যথাক্রমে ৪ এবং ৫ নম্বরে রয়েছেন এই দুজন। এছাড়া বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক। তবে তিনি লাফটা উপরের দিকে দেননি, দিয়েছেন নিচের দিকে। ১১ ধাপ নিচে নেমে ৪৭ নম্বরে অবস্থান করছেন তিনি। তার স্বদেশী পল ভ্যান মিকেরেনও একই কাজ করেছেন। ৬ ধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ৮৭ নম্বরে।
ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। ৭৭৩ রেটিং নিয়ে এক ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠেছেন কুইন্টন ডি কক। ১ রেটিং কম পাওয়া বিরাট কোহলি নেমে গেছে চারে। অন্যদিকে ভারতের দুই ব্যাটার শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল উন্নতি করেছেন। ৫ ধাপ এগিয়ে আইয়ার অবস্থান করছেন ১৩ নম্বরে। অন্যদিকে ৬ ধাপ উন্নতি করে রাহুল স্টিভেন স্মিথের সাথে যৌথভাবে ১৭তম স্থানে রয়েছেন।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।