██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ভিসার নৈপুণ্যে সুপার ওভারে গড়ানো ম্যাচে নামিবিয়ার জয়

ভিসার নৈপুণ্যে সুপার ওভারে গড়ানো ম্যাচে নামিবিয়ার জয়

প্রকাশিত হয়েছে - 2024-06-03T10:25:40+06:00

আপডেট হয়েছে - 2024-06-03T10:25:40+06:00

Namibia vs Oman

সমাপ্ত
T20IMatch 3ICC Men's T20 World Cup03-Jun-202412:30 AM

Kensington Oval, Bridgetown

Namibia
Namibia
109/6 (20) 21/0 (1)
Oman
Oman
109/10 (19.4) 10/1 (1)

Namibia won by superover

ম্যান অব দ্য ম্যাচDavid Wiese (South Africa)

লক্ষ্য ছিল ১১০ রানের। নিয়ন্ত্রিত বোলিং করে নামিবিয়ার জন্য সেই সহজ লক্ষ্যকে কঠিন করে দিয়েছে ওমানের বোলাররা। ব্রিজটাউনে লো-স্কোরিং রোমাঞ্চকর লড়াইয়ের মীমাংসা হয়েছে সুপার ওভারে গিয়ে। সেখানে নামিবিয়াকে শুভসূচনার জয় এনে দিয়েছে ডেভিড ভিসার অলরাউন্ডিং নৈপূণ্য।


 

 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। প্রতিপক্ষ ওমানের মতো তারাও প্রথম উইকেট হারায় দলীয় রানের খাতা খোলার আগেই। বামহাতি পেসার বিলাল খানের ভেতরে ঢোকা এক ডেলিভারিতে বোল্ড হন বামহাতি ওপেনার মাইকেল ভন লিঙ্গেন। এরপর নিকোলাস ডেভিন এবং জ্যান ফ্রাইলিঙ্ক মিলে ধাক্কা সামাল দিয়ে গড়েন ৪২ রানের জুটি।

ডেভিন ও ফ্রাইলিঙ্কের জুটিতে রানের গতি ছিল মন্থর। ব্রিজটাউনের ধীর উইকেট কাজে লাগিয়ে নামিবিয়ার রানের গতির লাগাম ধরে রাখে ওমান। ওভারপ্রতি তাদের রানের গতি ছিল পাঁচের আশপাশে। দলকে দ্বিতীয় ব্রেক থ্রু এনে দেন স্পিনার আকিব ইলিয়াস। তার বলে তুলে মারতে গিয়ে ৩১ বলে ২৪ করা ডেভিন ধরা পড়েন নাদিমের হাতে।

এরপর জেরারড ইরাসমাস এবং ফ্রাইলিঙ্ক যোগ করেন ৩১ রান।  ধীরে ধীরে আস্কিং রান রেট বাড়তে থাকায় আক্রমণাত্মক খেলতে যায় নামিবিয়া। তাতেই সাফল্য পায় ওমান। তেড়েফুঁড়ে খেলতে গিয়ে ইরাসমাস ক্যাচ আয়ানের বলে ক্যাচ তুলে দেন। 

কার্যকর হতে পারেননি জেজে স্মিতও। ১২ বল খেলে তিনি করেন মাত্র ৮ রান। শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ১৮ রানের। ১৮তম ওভারে বোলিংয়ে এসে অসাধারণ বোলিং করেন মেহরান খান, স্মিতের উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ঐ ওভারে তিনি কোনো রান দেননি। ঐ ওভারে ৪ রান আসে বাইরান হিসেবে।

১৯তম ওভারে বিলাল খানের বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের নাগালে নিয়ে যান ডেভিড ভিসা। নামিবিয়ার জন্য সমীকরণ হয়ে যায় সহজ। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান মেহরান। ৬ বলে ৫ রান প্রয়োজন ছিল নামিবিয়ার। প্রথম তিন বলে কোনো রান দেননি এ পেসার, তুলে নেন ফ্রাইলিঙ্ক আর গ্রিনের উইকেট। তার দুর্দান্ত বোলিং ম্যাচে ফিরিয়ে আনে ওমানকে।

শেষ বলে নামিবিয়ার প্রয়োজন ছিল দুই রান। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যর্থ হন ভিসা, বল ধরতে পারেনই উইকেটরক্ষকও। এছাড়া রান-আউটের সুযোগ থাকলেও স্টাম্পে বল লাগাতে না পারলে এক রান নেয় নামিবিয়া, ম্যাচ গড়ায় সুপার ওভারে।



সুপার ওভারে নামিবিয়ার হয়ে অসাধারণ ব্যাটিং করেন ভিসা-ইরাসমাস। প্রথম বলেই ভিসা মারেন চার, পরে ফুলটস পেয়ে হাঁকান ছক্কা। শেষ দুই বলে ইরাসমাস হাঁকান দুই চার। তাদের দারুণ ব্যাটিংয়ে সুপার ওভারে ২১ রান করে ফেলে নামিবিয়া। এরপর ভিসার   



বোলিংয়েও জ্বলে ওঠেন ভিসা। প্রথম তিন বলেই শেষ করে দেন ওমানের সম্ভাবনা। প্রথম বলে দুই রান দেওয়ার পর দ্বিতীয় বল করেন ডট। এরপর চমৎকার ইয়োর্কারে বোল্ড করেন নাসিমকে। শেষ বলে ছক্কা মেরে ওমান সংগ্রহ করে ৯ রান।  





এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের তোপের মুখে পড়ে ওমান। শুরুতেই পেসার রুবেন ট্রাম্পলম্যানের দুর্দান্ত বোলিং সামাল দিতে ব্যর্থ হন ওমানের ওপেনাররা। ইনিংসের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে পরাস্ত হন ওপেনার কাশ্যপ প্রজাপতি। পরের বলে তার অসাধারণ এক সুইঙ্গিং ইয়র্কারের সামনে অসহায় হয়ে যান অধিনায়ক আকিব ইলিয়াস। তিনিও এলবিডব্লিউ হয়ে ফিরে যান সাজঘরে।   


নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওমান অলআউট হয়ে যায় মাত্র ১০৯ রান করে। এক প্রান্ত আগলে রেখে খালিদ কাইল করেন ৩৯ বলে ৩৪ রান। ৪ উইকেট শিকার করেন ট্রাম্পলম্যান, ভিসা নেন ৩ উইকেট। 

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.