'ভুলে গিয়েছিল তারা টেস্ট খেলছে', বাংলাদেশের ব্যাটিং নিয়ে গাভাস্কার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-02T19:54:43+06:00
আপডেট হয়েছে - 2024-10-02T19:54:43+06:00
বৃষ্টিতে ভেসে গিয়েছিল কানপুর টেস্টের আড়াই দিনেরও বেশি। প্রথম তিন দিনে খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। চতুর্থ দিন বাংলাদেশ ৭ উইকেট হাতে রেখে খেলতে নেমেও অলআউট হয় ২৩৩ রানে। এরপর ভারতের ৫২ রানের লিডের জবাবে শেষ দিনে অলআউট হয় ১৪৬ রানে।
বাংলাদেশের ব্যাটারদের বেশিরভাগই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ছিল না টেস্ট মেজাজের ব্যাটিং। যেন ড্র এর চেয়ে জয়ের ইচ্ছাও বেশি ছিল, শেষমেশ যা বয়ে আনলো শোচনীয় পরাজয়। টাইগারদের এমন ব্যাটিং দেখে চাঁচাছোলা সমালোচনা করেছেন গাভাস্কার।
তিনি বলেন, ‘আমার মনে হয় ওরা সম্ভবত ভুলে গিয়েছিল, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল। আমরা শান্তর কিছু শট দেখলাম, ব্যাটে-বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়। কিন্তু যখন তা হয় না, আপনার মনে হবে, আরে, সে কী করতে চাচ্ছে!’
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন সাদমান ইসলাম, যিনি হাফ সেঞ্চুরি হাঁকানোর পরপরই বিদায় নেন। এমন মানসিকতারও সমালোচনা করেছেন গাভাস্কার।
তিনি বলেন, ‘হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে আউট হলো। অথচ তার দরকার ছিল এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।