মে মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-03-29T12:10:52+06:00
আপডেট হয়েছে - 2024-03-29T12:10:52+06:00
তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মে মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। জুনে টি-২০ বিশ্বকাপ খেলার আগে নিজেদের ঝালাই করে নেওয়ার জন্যই পাকিস্তানের এ সিরিজ।
ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২ এবং ১৪ মে। তিনটি ম্যাচই হবে ডাবলিনের ক্যাসল পার্কে। এ সিরিজ পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টি-২০ সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ খেলার আগে এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।
এছাড়া টি-২০ বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু গত বছরের নভেম্বরে পাকিস্তানের অনুরোধে সেই সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল নেদারল্যান্ডস। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া ও অন্য সিরিজের সূচির সাথে সংঘর্ষ হওয়ার কারণে এ অনুরোধ করেছিল পিসিবি।
ছয় বছর আগে সর্বশেষ আয়ারল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। ২০১৮ সালে আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। এছাড়া ২০২০ সালের জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল।
এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটে একবারই মুখোমুখি হয়েছে এ দুই দল। সেই ম্যাচ ছিল ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।