রিশাদকে লাল বলের ক্রিকেটেও চান মুশতাক

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-23T18:00:40+06:00
আপডেট হয়েছে - 2024-10-23T18:00:40+06:00
সামর্থ্য বিচারে দেশের সেরা তো বটেই, রিশাদ হোসেনকে এখন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে বিচার করা যায়। থিতু হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে, খেলা হচ্ছে ওয়ানডেও। এই রিশাদের উত্থানের পেছনে যার বড় অবদান, সেই মুশতাক আহমেদের চাওয়া- রিশাদ যেন লাল বলের ক্রিকেটেও মনোযোগী হন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই শুরু রিশাদের রাজত্ব। অজিদের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেট দুনিয়ায় তাকে নিয়ে পড়ে যায় শোরগোল। বিগ ব্যাশের মতো আসরেও দল পেয়েছেন। এক কথায়, রিশাদ এখন যেন আলোচনার কেন্দ্রে।
প্রিয় শিষ্যকে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ দলের খণ্ডকালীন স্পিন কোচ বলেন, ‘আমার মনে হয় সে বাংলাদেশের খুব ভালো ভবিষ্যৎ, বিশেষ করে সাদা বলে। বিশ্বকাপে তো দেখলেনই। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে, আন্তর্জাতিক পর্যায়ে তার ওপর নজর আছে। সে আপনাকে উইকেট এনে দিতে পারে, যেকোনো সময় ম্যাচ জেতাতে পারে।’
রিশাদকে টেস্ট দলে দেখতে চান কি না এমন প্রসঙ্গে মুশতাক জানান, নিজেকে আরও শাণিত করার জন্য হলেও লাল বলের ক্রিকেট খেলা উচিৎ তরুণ এই লেগ স্পিনারের। দীর্ঘ সময় বল করার অভিজ্ঞতার জন্য প্রথম শ্রেণির ক্রিকেট খেলার ওপর তাগিদ দিয়েছেন তিনি।
‘দারুণ স্পিন, ভালো গতি, ড্রিফট, লম্বা একজন লেগ স্পিনার, ভালো গুগলি দেওয়ায় শিখছে। তাকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে। ভালোভাবে ৪-১০ ওভার করার সাথে ওকে ২৫ ওভার করাও শিখতে হবে, আর তা শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই সম্ভব।
মুশতাকের চাওয়া পূরণ করতে গেলে রিশাদকে অবশ্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে লেগ স্পিনার খেলানোর প্রবণতাই যে নেই। ব্যাপারটি আরও স্পষ্ট হবে রিশাদের প্রোফাইলের দিকে তাকালে। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করার পরও এখন পর্যন্ত লাল বলে মাত্র ২০টি ম্যাচ খেলা হয়েছে এই লেগ স্পিনারের, যেখানে জাতীয় দলের হয়ে সাদা বলের দুই ফরম্যাটে খেলা হয়ে গেছে ৩০টি ম্যাচ।
যে ২০টি প্রথম শ্রেণির ম্যাচ রিশাদ খেলেছেন, তাতে ঝুলিতে ভরেছেন ৩০টি উইকেট। বল করেছেন ৩৬২.৩ ওভার, গড়ে একেকটি ম্যাচে ১৯ ওভারেরও কম বল করানো হয়েছে তাকে দিয়ে।
এমনকি বিপিএল-ডিপিএলের মতো সীমিত ওভারের টুর্নামেন্টেও লেগ স্পিনার খেলাতে অনীহা দেখা যায় বাংলাদেশের দলগুলোর টিম ম্যানেজমেন্টকে। তবে মুশতাকের মতো কিংবদন্তি যখন রিশাদকে নিয়ে কোনো পরামর্শ বা ভাবনার কথা জানান, তা নিশ্চয়ই লেগ স্পিনারদের আরও বেশি সুযোগ দিতে উদবুদ্ধ করবে অদূর ভবিষ্যতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।