সাজিদ-নোমানের সাথে সমান তালে লড়ছে শোয়েব-লিচ

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-24T22:40:51+06:00
আপডেট হয়েছে - 2024-10-24T22:40:51+06:00
উপমহাদেশের উইকেট মানেই যেন উইকেটে থাকবে স্পিনারদের জন্য সহায়তা। প্রথম টেস্টে ফ্ল্যাট উইকেট বানিয়ে ম্যাচ হারার পর পাকিস্তানও ইংল্যান্ডের জন্য বানাচ্ছে টার্নিং উইকেট। তৃতীয় টেস্টের প্রথম দিনের ১৩ উইকেটের ১২ উইকেটই নিয়েছেন স্পিনাররা। দুই দলের মধ্যে লড়াইও চলছে সমানে সমানে।
রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট মিলে দলকে গড়ে দেন ৫৬ রানের ভিত। দুই স্পিনার নোমান আলী আর সাজিদ খানের হাতে নতুন বল তুলে দেন শান মাসুদ। দুই প্রান্ত থেকে এ দুই স্পিনার প্রথম সেশনের পুরোটাই বল করেন।
তারা প্রথম সাফল্য পায় নোমানের সৌজন্যে। বল ক্রলির ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়ে চলে যায় সাইম আইয়ুবের হাতে। বেশিক্ষণ টিকতে পারেননি ওলি পোপ। ৩ রান করে পোপ সুইপ করতে গিয়ে আউট হন সাজিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে। নিজের পরের ওভারে এসে জো রুটকেও এলবিডব্লিউ করেন সাজিদ। ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রাখা বেন ডাকেট তুলে নেন ফিফটি। তবে তিনিও ফিফটির পর বেশিদূর যেতে পারেননি।
নোমানের নিচু হয়ে যাওয়া এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন ডাকেট। বল এতই নিচু হয় যে তা ডাকেটের গোড়ালিতে লাগে। পরের ওভারেই সাজিদের ঘূর্ণিতে বোল্ড হয়ে যান হ্যারি ব্রুক। স্পিনারদের উঁচু-নিচু বল আর টার্ন সামলাতে গিয়ে বিপদে পড়ে ৯৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
অধিনায়ক বেন স্টোকসও সংগ্রাম করেন ক্রিজে। দ্বিতীয় সেশনে তাকে শিকার বানান সাজিদ। ১২ রান করা স্টোকস স্লিপে সালমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে যান। ৪২ ওভারের পর বোলিংয়ে পরিবর্তন আনে পাকিস্তান। অর্থাৎ এক স্পেলেই সাজিদ আর নোমান করেন ২১ ওভার করে।
সপ্তম উইকেটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। অধিনায়ক জেমি স্মিথকে সঙ্গ দেন গাস অ্যাটকিনসন। এ দুইজন মিলে গড়েন ১০৫ রানের জুটি। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে অ্যাটকিনসনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন নোমান। ৩৯ রানের ইনিংস খেলেন অ্যাটকিনসন। শতকের পথে এগিয়ে যেতে থাকা স্মিথকে ১১ রানের আক্ষেপে পোড়ান লেগ স্পিনার জাহিদ। আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা স্মিথ স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন। শেষদিকে জ্যাক লিচের ১৬ রানের সুবাদে ২৬৭ রান করে ইংল্যান্ড। সাজিদ নেন ৬ উইকেট, নোমানের পকেটে যায় ৩ উইকেট।
ব্যাট করতে নেমে স্পিনার জ্যাক লিচ আর শোয়েব বশিরের সামনে পরীক্ষা দিতে হয় পাকিস্তানকে। ১৪ করে শোয়েবের বলে এলবিডব্লিউ হন আব্দুল্লাহ শফিক। এরপর লিচের বলে ১৯ রানে আউট হন সাইম আইয়ুব। ক্যাচ দেন জো রুটের হাতে। আগের টেস্টে সেঞ্চুরি করা কামরান গোলাম এ ইনিংসে ফিরেন মাত্র ৩ রান করে। অ্যাটকিনসনের দারুণ ডেলিভারিতে উপড়ে যায় তার অফ স্টাম্প। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
সেই বিপদ বাড়তে দেননি শান মাসুদ আর সৌদ শাকিল। ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। দুজনেই অপরাজিত আছেন ১৬ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড (প্রথম ইনিংস) ২৬৭/১০, ৬৮.২ ওভার
স্মিথ ৮৯, ডাকেট ৫২, অ্যাটকিনসন ৩৯
সাজিদ ৬/১২৮, নোমান ৩/৮৮, জাহিদ ১/৪৪
পাকিস্তান (প্রথম ইনিংস) ৭৩/৩, ২৩ ওভার
আইয়ুব ১৯, শান ১৬*, শাকিল ১৬*
শোয়েব ১/২৯, লিচ ১/৩৩, অ্যাটকিনসন ১/২
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।