██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সাহসী আম্পায়ারিংয়ে প্রশংসায় ভাসছেন মুকুল

দেশের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি আম্পায়ার মুকুল। তার এশিয়া কাপের আম্পায়ারিং সন্তোষজনক হলে ডাক আসতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও, অক্টোবরে যা বসবে অস্ট্রেলিয়ায়।

সাহসী আম্পায়ারিংয়ে প্রশংসায় ভাসছেন মুকুল
বিডিক্রিকটাইম স্টাফ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট

প্রকাশিত হয়েছে - 2022-09-06T00:00:16+06:00

আপডেট হয়েছে - 2022-09-06T00:00:16+06:00

এশিয়া কাপ থেকে বাংলাদেশ বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। কোনো ম্যাচ না জিতে দেশে ফেরা টাইগারদের এমন পারফরম্যান্সের কারণে এশিয়া কাপ নিয়ে উন্মাদনাও অনেকটা কমে গেছে বাংলাদেশে। তবু এশিয়া কাপের মাঠে না থেকেও আছে বাংলাদেশ। খেলোয়াড়রা হারের গ্লানি নিয়ে ঘরে ফিরলেও এশিয়া কাপ দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার, যাদের একজন আবার ভারত-পাকিস্তানের দুটি ম্যাচেই অন ফিল্ড আম্পায়ারের গুরুদায়িত্ব পালন করেছেন। তিনি মাসুদুর রহমান মুকুল, যার দুর্দান্ত আম্পায়ারিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। 

বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের আম্পায়ারদের অবস্থান কখনোই সুদৃঢ় ছিল না। তবে শীঘ্রই হয়ত বদলে যাবে সেই অবস্থান, বিশেষ করে চলমান এশিয়া কাপে মাসুদুর রহমান মুকুলের চোখ ধাঁধানো আম্পায়ারিংয়ের পর। গত ২৮ আগস্ট গ্রুপ পর্বের ম্যাচে প্রথমবার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও এশিয়ার ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মুকুল।

সুপার ফোরের ম্যাচে ৪ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তানের এই ম্যাচেও মুকুল ছিলেন অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায়। আর তার আম্পায়ারিং দেখে মুগ্ধ দেশের ক্রিকেটের সংশ্লিষ্টরা।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

যদিও আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে আম্পায়ারিং করাটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে চ্যালেঞ্জিং ম্যাচেই মুকুল সবচেয়ে বেশি আলো ছড়ালেন। ক্ষণে ক্ষণে রঙ বদলাতে থাকা ম্যাচটি শেষদিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করে। দুই দলই তখন জয়ের জন্য মরিয়া এবং একে অপরকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। এ সময় কিছু ডেলিভারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

তবে প্রতিবারই মুকুলের দেওয়া সিদ্ধান্তই সঠিক বলে প্রমানিত হয়েছে। তৃতীয় আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়ে অনেক সময় ক্ষেপণ করেছেন, মুকুল মাঠ থেকেই তা নিয়ে দেন নির্ভুল সংকেত। এতে কিছু সিদ্ধান্ত গেছে ভারতের বিপক্ষে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মেজাজ হারিয়ে বেশ দীর্ঘক্ষণ আলাপও করেন মুকুলের সাথে। তবে মুকূল সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে ছিলেন নিরপেক্ষ, সিদ্ধান্ত প্রদানের দিক থেকে ছিলেন সাহসী।

দেশের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি আম্পায়ার মুকুল। তার এশিয়া কাপের আম্পায়ারিং সন্তোষজনক হলে ডাক আসতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও, অক্টোবরে যা বসবে অস্ট্রেলিয়ায়। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আম্পায়ারই অবশ্য পুরুষদের কোনো বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাননি।

মুকুল ছাড়াও চলমান এশিয়া কাপে দায়িত্ব পালন করছেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে সোহেল ছিলেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। 




বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.