██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্রাদার্সকে বড় ব্যবধানে হারাল আবাহনী

৮০ রানের জয় পেয়েছে আবাহনী

ব্রাদার্সকে বড় ব্যবধানে হারাল আবাহনী

প্রকাশিত হয়েছে - 2025-03-15T17:01:07+06:00

আপডেট হয়েছে - 2025-03-15T17:01:07+06:00

ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নকে রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে মুমিনুল হকের ৯২, মোহাম্মদ মিথুনের ফিফটিতে ৩১০ রানের বড় সংগ্রহ পায় আবাহনী। জবাব দিতে নেমে ব্রাদার্সের হয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক মাইশুকুর রহমান। বাকিদের ব্যর্থতায় মাইশুকুর ৮৪ রান করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

৯২ রান করেন মুমিনুল হক 
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীর। মাত্র ৫ রান করে রানআউট সাজঘরে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। শুরু পেলেও ইনিংস বড় হয়নি জিসান আলমের। পাঁচটি চারের সাহায্যে ২৫ বলে ২৭ রান করেন তিনি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রান আসে তার ব্যাট থেকে। এরপর বড় জুটি গড়েন মুমিনুল হক ও মোহাম্মদ মিথুন।



দুইজনই দেখা পান ফিফটির। বেশি আক্রমণাত্মক ছিলেন টেস্ট দলের নিয়মিত সদস্য মুমিনুল হক। একপর্যায়ে আভাস দিচ্ছিলেন সেঞ্চুরির। তবে আইচ মোল্লার শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এর আগে ৭৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৯২ রানের দারুণ ইনিংস খেলেন মুমিনুল। এই দুইজনের ১৪৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পায় আবাহনী। মুমিনুলের পর ফিরেছেন মিথুনও। ৮৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন এই ডানহাতি ব্যাটার।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




এরপর ছোট ছোট কার্যকরী ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসানরা। এতে বড় সংগ্রহ পায় আবাহনী। শেষ পর্যন্ত দলটির সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩১০ রান।

৭১ রান করেন মিথুন



জবাব দিতে নেমে ব্রাদার্সের হয়ে উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন ইমতিয়াজ হোসেন ও মাহফিজুল ইসলাম। মোসাদ্দেকের শিকার হন ২০ রান করা ইমতিয়াজ হোসেন। নাহিদ রানার শিকার হয়ে অল্পতেই ফেরেন মাহফিজুল। এরপর আইচ মোল্লার সাথে মিজানুর রহমানের পঞ্চাশোর্ধ্ব রানের জুটি হলেও ইনিংস বড় হয়নি আইচ মোল্লার। ৪৯ বলে ১৬ রান করেন তিনি।



মোসাদ্দেকের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন মিজানুর রহমান। ৬৩ বলে ৪৫ রান আসে তার ব্যাট থেকে। দ্রুত উইকেট হারিয়ে রানের চাকা ধীর হয়ে যায় ব্রাদার্সের। এরপর ব্রাদার্সকে একাই টেনেছেন অধিনায়ক মাইশুকুর রহমান। অলক কাপালি ৩৮ বলে ৩৩ রান করলেও তা কোন কাজে আসেনি। ৭৮ বলে ৮৪ রান করেন মাইশুকুর রহমান।


শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩০ রান করে ব্রাদার্স ইউনিয়ন। ৮০ রানের জয় পায় আবাহনী।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.