স্পিনারদের ঘূর্ণিতে সমতা ফেরাল পাকিস্তান

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-18T14:43:50+06:00
আপডেট হয়েছে - 2024-10-18T14:43:50+06:00
প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাটম্যানদের ভুগিয়েছিলেন সাজিদ খান৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ইনিংস ধসিয়ে দেয়ার দায়িত্বটা নিলেন নোমান আলী। এ দুই স্পিনারের উইকেট শিকারের উৎসব পাকিস্তানকে এনে দিয়েছে ১৫২ রানের জয়। এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ এ সমতা।
দিনের দ্বিতীয় ওভারেই আঘাত আনেন সাজিদ৷ নিজের বলে নিজে ক্যাচ লুফে নিয়ে সাজঘরে ফেরান পোপকে। এরপর দলীয় ৫৫ রানের মাথায় নোমানের বলে রুট সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হলে ম্যাচ চলে আসে পাকিস্তানের হাতে৷
৫৫ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। নোমানের নিচু হওয়া ডেলিভারিতে লেগ বিফোর হন ব্রুক। জেমি স্মিথ ফিরেন নোমানের বলে সুইপ করে ক্যাচ তুলে দিয়ে।
সপ্তম উইকেটে বেন স্টোকস আর ব্রাইডন কার্স যোগ করেন ৩৭ রান। আক্রমণাত্মক খেলতে থাকা স্টোকস ৩৬ বলে ৩৭ করে হন স্টাম্পিং। কার্স আউট হন ২৭ রান করে। এরপর নোমান একই ওভারে পান লিচ আর বশিরের উইকেট, ইংল্যান্ড অলআউট হয়ে যায় ১৪৪ রানে। ৮ উইকেট শিকার করেন নোমান আলী। ইংল্যান্ডের দুই ইনিংসের ২০ উইকেটই গিয়েছে সাজিদ-নোমানের পকেটে। দুই ইনিংসের ৯ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচসেরা হয়েছেন সাজিদ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান (১ম ইনিংস) ৩৬৬/১০, ১২৩.২ ওভার
কামরান ১১৮, সাইম ৭৭, রিজওয়ান ৪১
লিচ ৪/১১৪, কার্স ৩/৫০
ইংল্যান্ড (১ম ইনিংস) ২৯১/১০, ৬৭.২ ওভার
ডাকেট ১১৪, রুট ৩৪, পোপ ২৯
সাজিদ ৭/১১১, নোমান ৩/১০১
পাকিস্তান (২য় ইনিংস) ২২১/১০, ৫৯.২ ওভার
সালমান ৬৩, শাকিল ৩১, সাজিদ ২২
বশির ৪/৬৬, লিচ ৩/৬৭
ইংল্যান্ড (২য় ইনিংস) ১৪৪/১০, ৩৩.৩ ওভার
স্টোকস ৩৭, কার্স ২৭, পোপ ২২
নোমান ৮/৪৬, সাজিদ ২/৯৩
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।