স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে আফসোস করছেন মিঠুন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-02-02T18:29:52+06:00
আপডেট হয়েছে - 2024-02-02T18:29:52+06:00
টানা ৫ ম্যাচে হার। তারপর দুর্দান্ত ঢাকার বিপক্ষে এমন দুর্দান্ত জয়। প্রত্যাবর্তনের গল্প লেখা সিলেট স্ট্রাইকার্স কি স্বস্তির নিঃশ্বাস ফেলবে, নাকি নিকট অতীতটা আরেকটু সুন্দর করতে না পারার আক্ষেপ করবে? মোহাম্মদ মিঠুন যেন আফসোস করতে করতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন! [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
গতবারের রানার-আপ দল সিলেট স্ট্রাইকার্স এবার সুবিধাই করতে পারছিল না। একে একে ৫ ম্যাচ হারের পর সবাই যখন সিলেটকে হিসেবের খাতা থেকে বাদ দিয়ে বসেছেন, তখন ঢাকাকে হারের স্বাদ দিয়ে প্রথম জয় তুলে নিয়েছে সিলেট। জয়ের পর মোহাম্মদ মিঠুন আক্ষেপের সাথেই প্রকাশ করলেন স্বস্তি।
রিলিফ, নাকি আফসোস? এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সিলেটের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, 'প্রথমে রিলিফ, এরপর আফসোস! দুটাই বলতে পারেন। আমাদের প্রথম তিনটা ম্যাচেই জেতার সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত হয়নি। আমরা একটা জয় দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আজ সেই দিন। আলহামদুলিল্লাহ আজ জিততে পেরেছি।'
মিঠুন আগের ম্যাচে একাদশেই ছিলেন না। মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে দিয়েছেন নেতৃত্ব। খেলেছেন অধিনায়কোচিত ইনিংসও। ভীষণ চাপের মুখে অর্ধশতক হাঁকিয়ে দলকে এনে দেন জয়ের পুঁজি। তবে মিঠুন যেন লাজুক হয়ে গেলেন কৃতিত্ব নেওয়ার প্রসঙ্গে।
তিনি জানান, 'আসলে আমার ইনিংসটা কিছু নয়। দলের দরকার ছিল সেটা। সেটা আমি না করে অন্য কেউ করলেও একই হতো। কেউ একজন দরকার ছিল যে শেষপর্যন্ত যাবে। পাওয়ারপ্লেতে না রান হয়েছে, আবার উইকেটও পড়ে গেছে। ডিফেন্ড করার মতো স্কোর গড়তে ওখান থেকে একটা পার্টনারশিপ দরকার ছিল। আমার আর সামিতের সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি না হয়ে অন্য কেউও হতে পারত।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।