‘১০০’ রানের আশেপাশে টার্গেট চান মহারাজ
বাংলাদেশকে দ্রুত অলআউট করতে চান মহারাজ।

‘১০০’ রানের আশেপাশে টার্গেট চান মহারাজ
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-10-23T19:11:14+06:00
আপডেট হয়েছে - 2024-10-23T19:11:14+06:00
মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৮১ রানের লিড বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের হাতে উইকেট আছে ৩টি। দক্ষিণ আফ্রিকা নিশ্চিতভাবেই চাইবে দ্রুত টাইগারদের অলআউট করে দিতে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেশব মহারাজ।
ম্যাচে নিশ্চিত হারের মুখ
থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে দলকে উদ্ধার করেছেন মেহেদী হাসান মিরাজ
এবং জাকের আলী অনিক। জাকের বিদায় নিলেও মিরাজ অপরাজিত আছেন ৮৭ রান করে। চতুর্থ
দিনে দ্রুত টাইগারদের অলআউট করতে চান দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মহারাজ বলেন, ‘(হাসি) অবশ্যই আমরা চাইব বাংলাদেশকে ১০০ বা তার কমে আটকাতে চাইব। গুরুত্বপূর্ণ হচ্ছে সকালে ভালো শুরু পাওয়া এবং সেখান থেকে এগিয়ে যাওয়া। অনেক বল করতে হয়েছে আজকে। শুরুর স্পেলে কিছুটা কম কাট বল করেছি যা উচিত হয়নি আমার। পরে ভালোভাবে মানিয়ে নিয়েছি। আগেই যা বললাম, শেষ দিকে বল কিছুটা পুরনো হয়ে গিয়েছে। উইকেট থেকে অত বেশি সাহায্য পাওয়া যাচ্ছিল না। ফলে চেষ্টা করে গেছি যতটা সম্ভব টাইট বোলিং করে যাওয়া যায়।’
লম্বা স্পেল করার ব্যাপারে মহারাজ বলেন, ‘আমার মনে হয় ৪ বোলার আছে আমাদের। আমার কাজ হচ্ছে সুযোগ তৈরি করা, বল করে। সকালে কেজির সাথে বল করতে হয়েছে। তখন দেখেছি তার স্পেল শেষে বল কিছুটা এদিকসেদিক করছিল। আমার কাজ ছিল তখন চাপটা ধরে রাখা। একজন স্পিনার হিসেবে মানিয়ে নিয়ে লম্বা স্পেল করাটাও আপনার দায়িত্ব থাকবে এমন উইকেটে। কারণ এখানে অনেক সময় বল টার্ন করবে এবং পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। লম্বা স্পেলের ফলে আজ আমি কিছু পুরস্কারও (উইকেট) পেয়েছি।’
বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।