২য় টেস্টের দল থেকে ছিটকে পড়লেন রাহুল ও জাদেজা
ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন সরফরাজ খান। রঞ্জি ট্রফিতে বছরের পর বছর ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই ব্যাটসম্যান।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-29T17:30:05+06:00
আপডেট হয়েছে - 2024-01-29T17:30:05+06:00
প্রথম টেস্টে চোটে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। আশঙ্কা করা হয়েছিল দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকেই পড়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
চোটের-কারণে-নেই-রাহুল-ও-জাদেজা
জাদেজার চোটটা মূলত হ্যামস্ট্রিং। টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। তাঁকে স্ক্যান করানোর পর ধারণা করা হচ্ছিল হয়তো ছিটকে পড়ে যেতে পারেন তিনি। দ্বিতীয় টেস্টে শুধু জাদেজাই নন, চোটের কারণে ছিটকে পড়লেন মিডল অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুলও।
ডান কোয়াড্রিসেপে ব্যথা রয়েছে রাহুলের। যে কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না তিনি। দুই ক্রিকেটারের বদলি দ্বিতীয় টেস্টের জন্য ডাক পড়েছে তিন ক্রিকেটারের। এই তিনজনের মধ্যে রয়েছেন সরফরাজ খান।
বিগত সময়ে ভারতের ক্রিকেটে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল সরফরাজের টেস্টে ডাক পাওয়া। ঘরোয়া ক্রিকেটে মৌসুমের পর মৌসুম পারফর্ম করেও উপেক্ষিত ছিলেন এই ব্যাটসম্যান। অবশেষে সেই ডাক যেন পড়ল সরফরাজের।
সরফরাজের সঙ্গে ডাক পড়েছে সৌরভ কুমার ও স্পিনার ওয়াশিংটন সুন্দরের। দ্বিতীয় টেস্টও খেলবেন না বিরাট কোহলি।
ভারতের টেস্ট দল –
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, জাইসওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত, ধ্রুভ জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদ্বিপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রিত বুমরাহ, আভেশ খান, রজত পাতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার