আইচ মোল্লার শতক হাতছাড়া, রিপনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-01-12T01:22:01+06:00
আপডেট হয়েছে - 2022-01-12T02:11:35+06:00
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে লড়াকু পুঁজি পেয়েছে যুবা টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন আইচ মোল্লা। শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন রিপন।
[caption id="attachment_171056" align="aligncenter" width="640"]

ব্যাটিং বিপর্যয়ের পর শক্ত হাতে দলের হাল ধরেন আইচ মোল্লা। ফাইল ছবি[/caption]
বাসসেটেরেতে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান। শুরুতেই ডুবের বলে ওপেনার ইফতেখারকে হারায় বাংলাদেশ। প্রান্তিক নওরোজ আউট হন অদ্ভুতভাবে।
দলীয় ২৩ রানে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের শিকার হন প্রান্তিক নাবিল। তৃতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনার আরিফুল ও আইচ মোল্লা দলের ভিত গড়ে দেন। তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান যোগ করেন তাঁরা।
দলীয় ৮৪ রানে ৫২ বলে ৪০ রান করা আরিফুলকে সাজঘরে ফেরান মিচেল। আরিফুলের বিদায়ের পর মোহাম্মদ ফাহিমের সঙ্গে জুটি বাঁধেন আইচ। নিজের অর্ধশতকের পাশাপাশি দলকে বড় সংগ্রহের দিকেও নিয়ে যান আইচ।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
অন্যপাশ থেকে দারুণ সঙ্গ দেন উইকেটরক্ষক ব্যাটার ফাহিম। চতুর্থ উইকেট জুটিতে ৮১ রান যোগ করেন ফাহিম-আইচ জুটি। তাঁদের জুটি ভাঙেন মিচেল। ৩৩ রান করা ফাহিমকে সাজঘরে ফেরান মিচেল।
[caption id="attachment_187675" align="aligncenter" width="640"]

টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ যুবারা। ছবি : টুইটার[/caption]
। তবে দলীয় ১৮৩ রানে থামতে হয় তাঁকে। ম্যাথুর বলে ৮২ রান করে আউট হন আইচ। পরবর্তীতে স্বীকৃত ব্যাটার বলতে রাকিবুল লড়াই চালিয়ে যান রিপন মণ্ডলকে নিয়ে।
১০ উইকেট জুটিতে ৭৪ রানের জুটি গড়েন রাকিবুল-রিপন। রাকিবুল ওয়ানডে মেজাজে ব্যাটিং করলেও আগ্রাসী ছিলেন পেসার রিপন। রাকিবুলের ৩৬ এবং রিপনের ২৬ বলে ৩৯ রানের তাণ্ডবে স্কোরবোর্ডে ২৭৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ের হয়ে চারটি উইকেট লাভ করেন ক্যানর মিচেল।
বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। স্টিভেন সল ও ক্যানর মিচেল মিলে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় ম্যাচ। আপাতত বৃষ্টির কারণে বন্ধ আছে ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর -
বাংলাদেশ যুব দল ২৭৭ (ওভার ৪৯.৫)
আইচ ৮২, আরিফুল ৪০ : ক্যানর মিচেল ৪/৩০
জিম্বাবুয়ে যুব দল ২৭-১ (ওভার ৭)
স্টিভেন ২০*, মিচেল ৩* : সাকিব ১/১৯
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।