আসরের প্রথম শতক হাঁকালেন জস বাটলার

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-11-01T22:09:35+06:00
আপডেট হয়েছে - 2021-11-01T23:47:27+06:00
চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শতক আসলো ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে একপ্রকার একক লড়াইয়ের পথে বাটলার শতকটি হাঁকালেন। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম শতক।
[caption id="attachment_178603" align="aligncenter" width="670"]

জস বাটলার[/caption]
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। শুরুতেই হোঁচট খায় ইয়ন মরগানের দল। ৩৫ রানের মধ্যেই জেসন রয়, ডেভিড মালান ও জনি বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। তারপর বাটলারের সাথে জুটি বেঁধে দলের হাল ধরেন মরগান। অধিনায়ক মরগান রানে ফেরার দিনে করেন ৩৬ বলে ৪০ রান।
উদ্বোধনী ব্যাটসম্যান বাটলারের ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন। প্রথম দিকে তিনিও ধীরগতিতে ব্যাট করেন। ৪৫ বলে প্রথম অর্ধশতক পূরণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসের শেষ বল ও নিজের ৬৭তম বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। অর্থাৎ শেষের অর্ধশতকটি মাত্র ২২ বলে হাঁকিয়েন বাটলার।
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করেন এই ইংলিশ ব্যাটসম্যান। তিনি অপরাজিত থাকেন ৬৭ বলে ১০১ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই বাটলারের প্রথম অর্ধশতক। দলের বিপদের সময়ে হাঁকানো এই শতকের পথে তার উইলো থেকে আসে ৬টি করে চার ও ছক্কা।
[caption id="attachment_178605" align="aligncenter" width="731"]

জস বাটলার ও ইয়ন মরগান[/caption]
বাটলারের শতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড সংগ্রহ করেছে ৪ উইকেটের বিনিময়ে ১৬৩ রান। বাটলার ও মরগান গড়েছিলেন ১১২ রানের জুটি। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি উইকেট শিকার করেন।
more
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
কুইজ খেলে প্রতিদিন বাইক জিততে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।