██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

উসমানের লেগস্পিনে গুঁড়িয়ে গেল জিম্বাবুয়ে

উসমানের লেগস্পিনে গুঁড়িয়ে গেল জিম্বাবুয়ে
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2020-11-10T19:20:46+06:00

আপডেট হয়েছে - 2020-11-10T19:20:46+06:00

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে ধবলধোলাই হলো জিম্বাবুয়ে। উসমান কাদিরের বোলিং তোপে মাত্র ১২৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় সফরকারীরা। জবাবে ৮ উইকেটের সহজ পেয়েছে পাকিস্তান। ব্যাট হাতে ঝড় তোলেন খুশদিল শাহ।
ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বেশ ভালো শুরু করেন চামু চিবাবা ও ব্রেন্ডন টেলর
ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বেশ ভালো শুরু করেন চামু চিবাবা ও ব্রেন্ডন টেলর। ৩.৫ ওভারে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। টেলরকে ৮ রানে ফিরিয়ে শুরুটা করেন ইমাদ ওয়াসিম। তারপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ২৬ থেকে ৮৭- এই ৬১ রানের ভেতরেই ৭টি উইকেট হারিয়ে অথৈ জলে ভাসতে থাকে জিম্বাবুয়ে। একপ্রান্তে দাঁড়িয়ে ছয় সতীর্থের সাজঘরে ফিরে যাওয়া দেখতে দেখতে সপ্তম ব্যাটসম্যান হিসাবে বিদায় নেন চিবাবাও। তার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ বলে ৩১ রান। অষ্টম উইকেটে ডোনাল্ড তিরিপানো ও ওয়েলিংটন মাসকাদজা ৩৩ রানের জুটি গড়েন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২২ রান ২৮ রান করেন তিরিপানো। মাসাকাদজার ব্যাট থেকে আসে ১১ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১২৯ সংগ্রহ করে জিম্বাবুয়ে। পাকিস্তানের পক্ষ ৪টি উইকেট শিকার করেন ২৭ বছর বয়সী লেগ স্পিনার উসমান কাদির। দুইটি উইকেট পান ইমাদ এবং একটি করে উইকেট পান মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ। সহজ লক্ষ্যে পাকিস্তানের পক্ষে দেখেশুনে শুরু করেন ফখর জামান ও অভিষিক্ত আব্দুল্লাহ শফিক। ২৪ বলে ২১ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন ফখর। তারপর আরেক তরুণ হায়দার আলি যোগ দেন শফিকের সাথে। ২০ বলে ২৭ রান তুলে দলকে জয়ের বন্দরে রেখে মিল্টন সুম্বার শিকার হন হায়দার। খুশদিল শাহ ক্রিজে এসেই ক্যামিও দেখান। ছক্কা মেরেই দলের জয় নিশ্চিত করেন তিনি। খুশদিল খেলেন ১৫ বলে ৩৬ রানের এক টর্নেডো ইনিংস। তার ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা। অভিষেকে শফিক অপরাজিত থাকেন ৩৩ বলে ৪১ রান করে। ফলে ৮ উইকেটের জয়ে ৩-০ ব্যবধান সিরিজ শেষ করল পাকিস্তান।
জিম্বাবুয়ে
১২৯/৯ (২০ ওভার) চিবাবা ৩১, তিরিপানো ২৮; উসমান ৪/১৩, ইমাদ ২/২৭।
পাকিস্তান 
১৩০/২ (১৫.২ ওভার) শফিক ৪১*, খুশদিল ৩৬*, হায়দার ২৭, ফখর ২১, মাসাকাদজা ১/১৯, মিল্টন ১/২৮।
পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.