এবার ছিটকে গেলেন নাঈম, বদলি তাইজুল!

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-11-22T18:01:37+06:00
আপডেট হয়েছে - 2019-11-22T23:07:51+06:00
ইডেন টেস্টে যেন শনির দশা ভর করেছে বাংলাদেশের উপর! লিটন দাসকে হারানো দল জঘন্য ব্যাটিং পারফরম্যান্সে কুড়িয়েছে সমালোচনা। বল হাতে নামতেই পাওয়া গেছে আরেক ক্রিকেটারকে হারানোর খবর।

লিটনের পর স্পিনার নাঈম হাসানও ছিটকে গেছেন চলমান ইডেন টেস্ট থেকে। তিনিও লিটনের মতই মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পান। হেলমেট থাকা সত্ত্বেও আঘাতের পর অস্বস্তি বোধ করেন নাঈম।




ইডেন টেস্টে পেস বান্ধব উইকেট বানানো হয়েছে। চকচকে গোলাপি বলে গতি, বাউন্স আর সুইংয়ের স্বর্গ হয়ে উঠেছিল দুপুরের ইডেন। লাঞ্চ বিরতির আগে সাক্ষী হয়েছিলেন লিটনের রিটায়ার্ড হার্ট হয়ে ছিটকে পড়ার। লাঞ্চের পর তিনিও আরেক দৃষ্টান্ত!
২৩তম ওভারের প্রথম বলে শামির বাউন্সার নাঈমের হেলমেটে লাগে। বাংলাদেশ দলের চিকিৎসক তখন লিটনকে নিয়ে ব্যস্ত।
ীয় ক্রিকেটাররা নিজেদের চিকিৎসককে ডেকে আনেন, তিনিই করেন নাঈমের প্রাথমিক চিকিৎসা।





এরপর অবশ্য নাঈম বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। ১৯ রান করে ইশান্ত শর্মার বলে বোল্ড হন। সাজঘরে ফেরার পর অস্বস্তি বোধ কমেনি। দলকে তাই বাধ্য হয়ে তার ‘কনকাশন বদলি’ খুঁজতে হয়েছে।
নাঈমের বদলি হিসেবে ইডেন টেস্টে খেলবেন তাইজুল ইসলাম।
এর আগে ইনিংসের ২১তম ওভারে মোহাম্মদ
। ব্যাটে-বলে এক করা কঠিন ছিল। দ্রুতগতির বল থেকে লিটন মাথাও সরাতে পারেননি। ফলে আঘাত পান। শেষপর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে ছিটকে যান পরের ওভারে, তার বদলে ব্যাট করতে নামেন ‘কনকাশন বদলি’ মেহেদী হাসান মিরাজ।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।