ডিপিএল কেমন কাটলো জাতীয় দলের ক্রিকেটারদের

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-04-23T17:50:53+06:00
আপডেট হয়েছে - 2019-04-24T19:27:30+06:00
প্রায় দেড়মাস ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ব্যস্ত সময় কাটালো ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা অবশ্য সব ম্যাচ খেলেনি। একনজরে দেখে নেয়া যাক কিছুদিন আগেই ঘোষিত স্কোয়াডের জাতীয় দলের ১৭ সদস্য কেমন করেছে ডিপিএলে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে নেই জাতীয় দলের কোনো ব্যাটসম্যান। শেষ রাউন্ডে রেকর্ডগড়া দ্বিশতক হাঁকিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছেন সৌম্য সরকার। ১৩ ইনিংসে তার মোট রান ৫১১। স্ট্রাইকরেট শতাধিক (১০১.৩৮)। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০৮ রান। সৌম্য ডানহাতি মিডিয়াম পেসে উইকেট পেয়েছেন ১৩ উইকেট।




একটি শতক ও ৫টি অর্ধশতকে ৪৮৮ রান দলে ফেরা মোসাদ্দেক হোসেনের নামের পাশে। অফস্পিনে শিকার করেছেন ১২ উইকেট। তারপর আছেন সদ্যই জাতীয় দলে ডাক পাওয়া ইয়াসির আলি। ১১ ইনিংসে এক শতক ও দুই অর্ধশতকে তার সংগ্রহ ৪১১ রান। স্ট্রাইকরেট প্রায় একশ ছুঁইছুঁই।
বিশ্বকাপ দলে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ৯ ইনিংসে দুই অর্ধশতকে করেছেন ৩২২ রান। আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান
দুই অর্ধশতকে ৮ ইনিংসে করেছেন ২৮৭ রান।





জাতীয় দলের সমালোচিত ক্রিকেটার সাব্বির রহমান ১৪ ইনিংসে করেছেন ৩১৭ রান। লেগ স্পিনে উইকেট নিয়েছেন ৭টি। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ভালো করতে পারেননি। ৫ ইনিংসে করেছেন ৬৪ রান। ৮ ম্যাচে উইকেট পেয়েছেন ৯টি।
পেস অলরাউন্ডার
১০ ইনিংসে ৩ অর্ধশতকে করেছেন ২৪৩ রান। বল হাতে ১৩ ম্যাচে উইকেট নিয়েছেন ২৫টি। আসরের সেরা বোলিং ফিগার মাত্র ৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার এই ডানহাতি পেসারের দখলে।
ের ওয়ানডে অধিনায়ক মাশরাফি ১৪ ম্যাচে শিকার করেছেন ২১ উইকেট। ব্যাট হাতে করেছেন ৬ ইনিংসে ৮৯ রান। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ১টি ম্যাচ খেলে পেয়েছেন ৩ উইকেট।
৬ ম্যাচে রুবেল হোসেনের শিকার ৭ উইকেট। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ডানহাতি অফ স্পিনার নাইম হাসান ১১ ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট ও
রাহি পেয়েছেন ১০ ম্যাচে ১২ উইকেট।
উল্লেখ্য,
, মাহমুদউল্লাহ রিয়াদ,
ও
ডিপিএলে খেলেননি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।