দুই বিশ্বকাপসহ আন্তর্জাতিক ইভেন্টে যাচ্ছেন বাংলাদেশের '৪' আম্পায়ার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2021-12-22T14:52:51+06:00
আপডেট হয়েছে - 2021-12-22T14:55:14+06:00
অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে ক্রমেই উন্নতি হচ্ছে বাংলাদেশের আম্পায়ারিংয়ের। এবার এর স্বীকৃতি হয়ে ধরা দিচ্ছে অভূতপূর্ব এক সাফল্য। দুটি বিশ্বকাপসহ তিনটি আন্তর্জাতিক ইভেন্টে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৪ জন আম্পায়ার।
[caption id="attachment_184961" align="aligncenter" width="800"]

তিন আন্তর্জাতিক ইভেন্টে যাচ্ছেন বাংলাদেশের চার আম্পায়ার। ফাইল ছবি[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।বিডিক্রিকটাইম
কে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সূত্র। সূত্র জানায়, বাংলাদেশের চার আম্পায়ার তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত আসন্ন এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
এদের মধ্যে আগামীকাল (২৩ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ, যিনি ইতোমধ্যে যুব এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে পৌঁছেছেন।
আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাজ করবেন বাংলাদেশের দুই আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। এছাড়া নতুন বছরে শহীদুল্লাহ ইবনে শহীদ সৈকত আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
[caption id="attachment_148304" align="aligncenter" width="534"]

ফাইল ছবি[/caption]
একসাথে চার আম্পায়ারের বড় দায়িত্ব প্রাপ্তিকে বড় সাফল্য হিসেবে দেখছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আম্পায়ারদের খ্যাতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র আরও জানায়,
'এই প্রথমবার চারজন বাংলাদেশি আম্পায়ার আন্তর্জাতিক ইভেন্টে যুক্ত হলেন। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এটা আমাদের ভবিষ্যৎ আম্পায়ারদের উৎসাহ যোগাবে। গত ৪-৫ সিরিজে আমরা এত ভালো করেছি... আইসিসি আমাদের ধন্যবাদ জানিয়ে মেইল পাঠিয়েছে। এটারই ধারাবাহিকতা এই অর্জন।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।