নিয়ম ভেঙে আকসুর কাঠগড়ায় টাইগারদের স্থানীয় সুপারভাইজার

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-11-25T18:09:53+06:00
আপডেট হয়েছে - 2019-11-25T19:01:26+06:00

বর্তমান ক্রিকেট যুগে কঠোর করা হয়েছে আইনি নিরাপত্তা। ক্রিকেটাররা যাতে ফিক্সিংয়ের সাথে জড়িত না হয় কিংবা জুয়াড়িদের ক্ষপড়ে না পড়ে তার জন্য অনেক ধরণের ব্যবস্থা নিয়েছে আইসিসি। এত নিয়ম-কানুনের পরও ক্রিকেটাররা জড়িয়ে পড়েন ফিক্সিংয়ের সঙ্গে। তবে বর্তমানে শুধু ক্রিকেটারই নয় দলের সঙ্গে সকল স্টাফদের উপর নজরদারি রয়েছে আকসুর।




সদ্য শেষ হওয়া ভারত-বাংলাদেশ মধ্যকার দিবারাত্রি টেস্টে প্রটোকল ভেঙেছে বাংলাদেশ দলের স্থানীয় সুপারভাইজার। ড্রেসিং রুমে ঢুকার আগেই নিজেদের ইলেকট্রনিক ডিভাইস জমা দিয়ে দিতে হয় সবার। তবে ইডেনে টেস্ট চলাকালীন ড্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার করেছেন বাংলাদেশ দলের স্থানীয় সুপারভাইজার তপন চাকি।
কয়েকবার সতর্ক করা হলেও সেটি মানেননি তপন চাকি। ফলে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের কাছে শুনানির জন্য ডাকা হয়েছে তপন চাকিকে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান,





“এমন নিয়ম ভাঙা হলে আকসু কর্মকর্তারা রিপোর্ট করে থাকেন। চাকিকে তাই শুনানির জন্য ডাকা হয়েছে। যদি তথ্য-প্রমাণ তার বিরুদ্ধে যায়
,
তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য প্রথম দিবারাত্রি টেস্টে স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা ও ভারতীয় পেসারদের বোলিং তোপে ইনিংস স্বাগতিকদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতীয় পেসারদের সামনে অসহায় ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।