পেসারদের স্বর্গে স্পিনারদেরও বড় ভূমিকা দেখছেন ভেট্টোরি

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-11-20T16:57:35+06:00
আপডেট হয়েছে - 2019-11-21T01:11:47+06:00
কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমবারের মতো দিবারাত্রি টেস্ট খেলতে যাচ্ছে দুই দল। এ টেস্টেও পেস-স্বর্গ হবে এমনটা আশা করছে সবাই। তবে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন পেসারদের পাশাপাশি স্পিনারদের বড় ভূমিকা দেখছেন তিনি।

ইন্দোর টেস্টে স্পিনারদের চেয়ে পেসাররাই রাজত্ব করেছে। মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের সুইং বাউন্সে টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। অন্যদিকে শামি, ইশান্তদের পাশাপাশি বল হাতে সফল ছিলেন
রাহী। পেসারদের ভিড়ে স্পিনারদের তেমন ভূমিকা পালন করতে দেখা যায়নি। সবকিছু ঠিক থাকলে ইন্দোর টেস্টের মতো ইডেন টেস্টেও দেখা যাবে পেস সহায়ক পিচ।





দিবারাত্রি টেস্টে স্পিনারদের ভূমিকা কমই থাকবে। তবে স্পিনারদের ভূমিকা ছোট করে দেখতে চাচ্ছেন না বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
“আপনি যদি আগের দিবারাত্রি টেস্ট দেখেন তাহলে দেখবেন ওইখানে স্পিনারদের ভূমিকা সামান্যই ছিল, পেসারদেরই বেশি ছিল। কিন্তু আমি এখনও মনে করি ম্যাচে স্পিনাররা অনেক বড় ভূমিকা পালন করতে পারে। প্রথম দুই সেশনে, স্পিনাররা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। টেস্ট ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী স্পিনারদের নির্দিষ্ট একটা সময়ে ব্যবহার করা হয়। আমি আশা করছি তারা উপভোগ করবে।”





ইন্দোর টেস্টে দুই দলের স্পিনাররা মিলে নিয়েছেন কেবল ৬টি। যার মধ্যে অশ্বিনের নিয়েছেন পাঁচটি, একটি মিরাজ। অন্যদিকে স্পিনারদের তুলনায় শামি, ইশান্ত, রাহী, এবাদত, উমেশ মিলে নিয়েছেন ১৯ উইকেট।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।