বিশ্বের পঞ্চম দ্রুততম শতকের রেকর্ড গড়লেন খুশদিল

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-10-10T01:32:16+06:00
আপডেট হয়েছে - 2020-10-27T01:39:47+06:00
পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ টি-টোয়েন্টির পঞ্চম দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন। পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে এই কীর্তি গড়েছেন ২৫ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান। সাউদার্ন পাঞ্জাবের হয়ে মাত্র ৩৫ বলেই বিধ্বংসী এক শতক হাঁকিয়েছেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে আসরের ১৬তম ম্যাচে সিন্ধের মুখোমুখি হয় খুশদিলের দল সাউদার্ন পাঞ্জাব। খুররম মনজুরের শতকে সিন্ধ ২১৬ রানের পাহাড় জড়ো করে। তবে খুশদিলের রেকর্ড গড়া শতকে সাউদার্ন পাঞ্জাব অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ২ বল ও ২ উইকেট হাতে রেখেই।
সিন্ধের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করেন খুশদিল। যদিও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা পাকিস্তানি ক্রিকেটার। শতক পূর্ণ করার পরের বলেই আনোয়ার আলীর শিকারে পরিণত হন সার্জিল খানের হাতে তালুবন্দী হয়ে। তার আগে হাঁকিয়েছেন ৮টি চার ও ৯টি ছক্কা।
৩৫ বলে শতক হাঁকিয়ে যৌথভাবে পঞ্চম দ্রুততম শতকের মালিক বনে গেছেন পাকিস্তানের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা খুশদিল। তার ক্যারিয়ারের প্রথম ও একমাত্র শতকটির চেয়ে দ্রুততম শতক আছে মাত্র ৪টি।
বিশ্বরেকর্ডের অধিকারী কে, তা সহজেই অনুমেয়। ইউনিভার্স বস খ্যাত গেইল শতক পূর্ণ করেছিলেন ৩০ বলেই।
ের রিশাভ পান্ট ৩২ বলে এই কীর্তি গড়েছিলেন। তার চেয়ে এক বল বেশি লেগেছিল তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকান উইহান লুবের। ৩৪ বলে শতক হাঁকানো অ্যান্ড্রু সাইমন্ডস আছেন চতুর্থ স্থানে। খুশদিলের সমান ৩৫ ডেলিভারি ব্যবহার করে শতক পূর্ণ করেছিলেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
খুশদিলের এই শতক পাকিস্তানিদের পক্ষেও দ্রুততম। এতদিন পাকিস্তানিদের মধ্যে দ্রুততম শতক ছিল আহমেদ শেহজাদের, যিনি
প্রিমিয়ার লিগে (বিপিএল) ৪০ বলে শতক হাঁকিয়েছিলেন।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।