শুরুর আগেই 'ক্রিকেটার' সংকটে বিপিএল!

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2019-11-30T17:25:56+06:00
আপডেট হয়েছে - 2019-11-30T17:32:15+06:00
আর দিন দশেই পরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। নাম বদলে নতুন মোড়কে আসা ‘বঙ্গবন্ধু বিপিএল’ শুরুর কথা আছে আগামী ১১ ডিসেম্বর থেকে। সম্পন্ন হয়ে গেছে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। তবে শেষমুহুর্তে এসে খানিক বিপদে পড়তে হচ্ছে অংশগ্রহণকারী দলগুলাকে। এরই মধ্যে তৈরি হয়েছে বিদেশি ক্রিকেটার সংকট!

বিপিএলের আগের ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিসিবির দেনাপাওনার হিসেবটা একেবারেই জমছিলো না। একই সাথে কোনো কোনো দল আবার চাচ্ছিল না একই বছরে দুইটা টুর্নামেন্ট খেলতে। সবেমিলে বিকল্প পথে হেঁটেছে বোর্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। যা নিজ উদ্যোগে আয়োজন করছে বিসিবি।




আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ১৭ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে নিজেদের পছন্দ মত ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে অংশগ্রহণকারী দলগুলা। বিপত্তি তৈরি হয়েছে এর পরেই। দল গোছানোর পর মূল মঞ্চে নামার আগে এবার বিদেশি ক্রিকেটার সংকটে পড়তে হচ্ছে একাধিক দলকে।
যেমন রংপুর রেঞ্জার্স ড্রাফট থেকে
ের ক্রিকেটার শাই হোপকে দলভুক্ত করলেও, পরে জানা যায় খুব বেশিদিন বিপিএলে থাকতে পারবেন না তিনি। আরেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভেড়ালেও পরে গেইল নিজেই বিস্ময় প্রকাশ করেছেন বিপিএল ড্রাফটে নিজের নাম দেখে! এছাড়াও কুমিল্লার ২ জন, সিলেটের ২ এবং রংপুরের দলে বিদেশি ক্রিকেটার সংকট দেখা দিয়েছে।





যদিও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে দু’জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ রেখেছে আয়োজক কমিটি। সেহিসাবে অনেক দলই চেষ্টা করে যাচ্ছেন তারকা ক্রিকেটারদের দলভুক্ত করতে। তবে একই সময়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ ও কাতার টি-টেন লিগ চলার কারণে বিদেশি ক্রিকেটার পেতে বেগ পেতে হচ্ছে দলগুলাকে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।