সাকিব ইস্যুতে ডমিঙ্গোর সুরে কথা বললেন ডিন জোন্স

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2019-11-02T17:02:25+06:00
আপডেট হয়েছে - 2019-11-02T17:03:18+06:00
সাকিব আল হাসান সাময়িক নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেট বোদ্ধারা আলোচনায় মেতেছেন তার শাস্তির ধরণ নিয়ে। সাকিবের না থাকা যেমন দলের জন্য ক্ষতি, তেমন বাকিদেরও সুযোগ দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। ঐ একই সুরে এবার কথা বললেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স।

বাংলাদেশ ক্রিকেটের 'পোস্টারবয়' সাকিব গত ২৯ অক্টোবর সব ধরণের ক্রিকেট থেকে শর্তসাপেক্ষ ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। সাকিবের নিষেধাজ্ঞার পর গতকাল সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ। যেখানে সাকিবের না থাকাটা দলের জন্য বেশ ক্ষতি মানলেও, পরিস্থিতি বিবেচনায় তরুণ খেলোয়াড়দের সুযোগ হিসাবে দেখছেন তিনি।




চলমান
সফরে যেয়ে দিল্লীতে এক সংবাদ সম্মেলনে
ডমিঙ্গো
বলেছেন,
‘বর্তমানে বাংলাদেশ দলে যারা আছে তারাও প্রতিভাবান ক্রিকেটার। যারা সাকিবকে রিপ্লেস করতে পারে। যখন আপনি দলে এমন সিনিয়র খেলোয়াড়দের পাবেন না, তখন তরুণ খেলোয়াড়দের সামনে দায়িত্ব নেওয়ার সুযোগ আসে।’
সাকিব ইস্যুতে এবার একই কথা শোনালেন এক সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগাং কিংসের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করা সাবেক ক্রিকেটার ডিন জোন্স। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জোন্স বলেছেন, মোসাদ্দেক, আফিফ, আমিনুলরা সুযোগ পাচ্ছে সাকিবের শূন্যস্থান পূরণের।





জনপ্রিয় ধারাভাষ্যকার
জোন্সের
ভাষায়,
‘সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রস্তুত থাকবে। তাকে পাওয়া যাবে। কিন্তু মাহমুদউল্লাহ তার কাজ ঠিকঠাকভাবে করতে পারে কিনা সেটাই এখন দেখার পালা। আমি টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে আরও উপরের দিকে ব্যাটিং করতে দেখতে চাই।’
‘মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ও আমিনুল ইসলামরা সুযোগ পাচ্ছে সাকিবের শূন্যস্থান পূরণের। চলমান ভারত সফরে বাংলাদেশ যদি টি-টোয়েন্টিতে ভালো করতে পারে, তাহলে সেই আত্মবিশ্বাস টেস্টে টেনে নিয়ে যেতে পারবে তারা।’-
যোগ করেন তিনি।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।