██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সাদমানের হাফ-সেঞ্চুরি, ১০ উইকেটে জিতল বিসিবি একাদশ

সাদমানের হাফ-সেঞ্চুরি, ১০ উইকেটে জিতল বিসিবি একাদশ
Imran Hasan

Imran Hasanসম্পাদক

প্রকাশিত হয়েছে - 2019-07-24T17:03:42+06:00

আপডেট হয়েছে - 2019-07-24T17:03:42+06:00

ভারত সফরের আগের দুটি চারদিনের ম্যাচে 'ড্র' নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বিসিবি একাদশকে। সফরের তৃতীয় ম্যাচে এসে পরিবর্তন হলো মুমিনুল হকদের ভাগ্য। স্বাগতিক কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজ ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।
[caption id="attachment_72134" align="aligncenter" width="759"]
সাদমান ইসলাম
দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেছেন সাদমান।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
[/caption] প্রথম ইনিংসের ২৫৫ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে এবাদত-শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় সফরকারীদের সামনে। যা সাদমান ইসলাম ও জহুরুল ইসলামের অবিচ্ছিন্ন জুটিতে পেরিয়ে যায় বিসিবি একাদশ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরির দেখা পান সাদমান। ৮ চার ও ১ ছক্কায় ব্যক্তগত মাইলফলকটি স্পর্শ করেন তিনি। এ যাত্রায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। তার ৬০ বলের ৫২ রানের ইনিংসের সাথে জহুরুলের ৮৫ বলের ৩২ রানের ইনিংসে ২৪.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারীরা। এর আগে দ্বিতীয় দিনের ৩ উইকেটে করা ১০০ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক কর্নাটক। স্কোরবোর্ডে আরও ২৪০ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে থামে স্বাগতিকরা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ১১৭ রানে আউট হন অভিনব মনোহর। তার দেখানো পথ অনুসরণ করে অর্ধশতকের দেখা পান প্রভীন দুবে ও ভিনয় এন সাগর। ৫৫ রান করে প্রভীন আরিফুল হকের বলে ও ৫৯ রান করে  ভিনয় এবাদতের বলে সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। তাদের বিদায়ের পর শেষদিকের ব্যাটসম্যানরা সুবিধা না করতে পারলে ৩৪০ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
সফরকারী বোলারদের মধ্যে এবাদত সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন। এছাড়া শহিদুল, আরিফুল, মুমিনুল লাভ করেন দুটি করে উইকেট। আর সানজামুল নিজের ঝুঁলিতে জমা করেন একটি উইকেট। এর আগে প্রথম ইনিংসে সফরকারী বোলারদের বোলিং তোপে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে সাদমান ইসলাম (৫৯),
(৭২) ও নুরুল হাসান সোহানের (৬৮) অর্ধশতকে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে বিসিবি একাদশ।
সংক্ষিপ্ত স্কোর-
কেএসসিএ (১ম ইনিংসে): ৪১ ওভারে ৭৯/১০
দেবায়া ১৮, প্রভীন ১৬, ; শহিদুল ১৬-৭-২০-৫, এবাদত ১৬-৬-৩৬-২, আরিফুল ৯-৪-২২-৩।
বিসিবি একাদশ (১ম ইনিংস): ১০২.৩  ওভারে ৩৩৪/১০
শান্ত ৭২, সোহান ৬৮, সাদমান ৫৯।
কেএসসিএ (২য় ইনিংসে): ৮৫.২ ওভারে ৩৪০/১০
মনোহর ১১৭, প্রভীন ৫৫; এবাদত ১৯.২-৪-৮৪-৪, মুমিনুল ৫-১-৫-২, আরিফুল ১৩-২-৫৭-২, শহিদুল ২৮-৭-১১৭-২, সানজামুল ২০-২-৭০-১।
বিসিবি একাদশ (২য় ইনিংস): ২৪.১ ওভারে ৮৬/০
সাদমান ৫২*, জহুরুল ৩২*।
ফলাফল: বিসিবি একাদশ ১০ উইকেটের ব্যবধানে জয়ী।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.