হার্শাকে কটূক্তি করে তোপের মুখে মাঞ্জরেকার

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-11-25T16:18:49+06:00
আপডেট হয়েছে - 2019-11-25T16:50:17+06:00

ধারাভাষ্যকক্ষে দুই চিরচেনা মুখ হার্শা ভোগলে ও সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের খেলা হলেই দুইজনকে একসাথে ধারাভাষ্য দিতে দেখা যায়। মাঞ্জরেকার শুধু ধারাভাষ্যকারই নন, সাবেক ভারতীয় ক্রিকেটারও। যথারীতি সদ্য শেষ হওয়া গোলাপি বলের টেস্ট ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন এ দুইজন। তবে টেস্ট শেষে ক্রিকেট সমর্থকদের তোপের মুখে পড়েছেন মাঞ্জরেকার।




মূলত দিবারাত্রি টেস্টে শামির বাউন্সারের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও নাঈম হাসানকে। গোলাপি বল দেখতে পারা, না পারা নিয়ে অনেকটা কথার যুদ্ধ চলেছে হার্শা ভোগলে ও মাঞ্জরেকারের মধ্যে। কথার লড়াই চলাকালীন একটা সময় হার্শা ভোগলেকে কটূক্তিমূলক কথা বলে বসেন মাঞ্জরেকার। লিটন ও নাঈম বলের আঘাত পাওয়ার পর ভোগলে প্রশ্ন তুলেন ক্রিকেটারদের হয়ত সমস্যা হচ্ছে গোলাপি বল দেখতে।
ভোগলে বলেন,
“ম্যাচে ইতোমধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। আমার মনে হয় সাদা সাইট-স্ক্রিনের গোলাপি বল দেখার জন্য সমস্যা হতে পারে। ক্রিকেটারদের এ বিষয়ে জিজ্ঞাসা করি উচিৎ।”
ভোগলের এমন মন্তব্যের পর মাঞ্জরেকার জবাব দেন,
“আমার তা মনে হয় না। কারণ স্লিপে প্লেয়াররা যেভাবে ক্যাচ ধরেছে বল না দেখতে পারার কোন কারণ দেখছি না।”





মাঞ্জরেকার আরও বলেন,
“তুমিই গিয়ে জিজ্ঞাসা করো না! যারা ক্রিকেট খেলেছে তাঁদের এ বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে।”
হার্শা ভোগলেকে খেলার খোঁচা দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি সমর্থকরা। টুইটারে রীতিমত সমলোচনার মুখে পড়েছেন মাঞ্জরেকার। অনেকেই তো এ মন্তব্যর জন্য হার্শার কাছে ক্ষমা চাইতেও বললেন মাঞ্জরেকারকে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।