অন্তত ৪০০ রানের লিড চায় বাংলাদেশ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-11-30T20:08:08+06:00
আপডেট হয়েছে - 2023-11-30T20:08:08+06:00
সিলেট টেস্টে জয়ের জন্য অন্তত ৪০০ রানের লিড চায় বাংলাদেশ। ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এখনও ৭ উইকেট হাতে আছে। হাতে সময় আছে ২ দিন। অনুমিতভাবেই টাইগাররা দেখছে জয়ের স্বপ্ন।
কত রান জড়ো করলে বা কিউইদের কত রানের লক্ষ্য ছুঁড়ে দিলে জেতা সম্ভব, সেই অনুমান করতে চান না মুমিনুল হক। তবে দলের সিনিয়র এই সদস্যের বিশ্বাস, ৪০০ রানের লিড বাংলাদেশ দলকে নিয়ে যাবে ধরাছোঁয়ার বাইরে।
৩য় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'এটা বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০-ও হতে পারে, ৩৫০-০ ও হতে পারে। কালকের উপর নির্ভর করে।'
৪০০ রানের লিড জড়ো করতে পারলে স্বভাবজাত ক্রিকেটেই দ্বিতীয়বারের মতো কিউইবধ সম্ভব, বিশ্বাস এই তারকার, 'কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশ হলে ঠিক আছে… রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।'
এক্ষেত্রে ব্যাটিং বিভাগ কিংবা বোলিং বিভাগ- দুই ক্ষেত্রেই দিতে হবে ধৈর্যের পরিচয়, মনে করেন মুমিনুল। সাংবাদিকদের তিনি বলেন, 'নরমাল ক্রিকেট খেললেই ভালো। যত পারা যায় ওদের দিক থেক গেম নিয়ে আসতে হবে। টেস্ট ক্রিকেটটাই এমন। ধৈর্য ধরে বল করতে হবে। ব্যাটিংয়ে স্বাভাবিক ব্যাটিং করতে হবে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।