অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ট্রফি জিতছে না ভারত, দাবি রশিদের
সর্বশেষ দুই আইসিসির মেগা ইভেন্টেও নক আউট পর্বে গিয়ে হেরেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে রোহিত শর্মারা।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-08-14T11:23:47+06:00
আপডেট হয়েছে - 2023-08-14T11:24:31+06:00
ভারত কেন কোনো ট্রফি জিততে পারছে সেটির কারণ খুঁজে পেয়েছেন পার্শ্ববর্তী দেশের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। তিনি মনে করেন অভ্যন্তরীণ ঝামেলার কারণে ট্রফি আসছে না ভারতের ঘরে।
পাকিস্তানের-সাবেক-ক্রিকেটার-রশিদ-লতিফ
গত দুই বছর আইসিসির ইভেন্টে ভালো করলেও ২০২১ সালে তো সবচেয়ে বাজে কেটেছে বলাই যায়। বিরাট কোহলির নেতৃত্বে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছিল ভারতকে। ভারত শেষবার ট্রফি জিতে ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারায়।
ধোনির অধীনে আসা শেষ ট্রফির পর এখন পর্যন্ত আটটি (দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) আইসিসি ইভেন্ট খেলেছে। তবে এত কাছে গিয়েও কেন পারছে না ভারত? সেটির কারণ খুঁজে পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে কারণ জানালেন, ‘অভ্যন্তরীণ ঝামেলা’।
“বিরাট কোহলি নির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে এগোচ্ছিল, জিততে চেয়েছিল। কিন্তু তাঁকে বহিস্কার করা হলো। দলটি অভ্যন্তরীণ সমস্যার কারণেই পারফর্ম করতে পারল না। তাঁরা আইসিসি টুর্নামেন্টেও পারফর্ম করতে পারেনি। কারণ, হয়তো অধিনায়ক তাঁর প্রত্যাশিত ক্রিকেটার পায়নি অথবা সে পেয়েছে। কিন্তু তাঁদের ব্যবহার করতে পারেনি।”
তিনি আরও যোগ করেন, “সামনে আরও দুটি বড় ইভেন্ট আসছে- শ্রীলঙ্কায় এশিয়া কাপ ও নিজেদের মাটিতে বিশ্বকাপ। তাঁরা দল হিসেবে এখনও ভালো। আমি নিশ্চিত শীগগিরই তাঁরা চার নম্বর পজিশনের জন্য উপযুক্ত ব্যাটসম্যান খুঁজে পাবে।”
পাকিস্তানের এই সাবেক উইকেটকিপার সমলোচনা করেছেন বিসিসিআইয়েরও। তাঁর কারণ অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে বিবেচনা না করাতে। অবশ্য ধাওয়ান নিজেও একটি সাক্ষাৎকারে বলেছেন এই মুহূর্তে তিনি তাঁর জায়গায় (নির্বাচক হলে) শুবমান গিলকেই নিতেন। বিশ্বকাপের আগে অভিজ্ঞ ক্রিকেটারকে ছুঁড়ে ফেলাটা ভালোভাবে নেননি রশিদ।
“তাঁদের আসল সমস্যা শুরু হয় যখন টপ থ্রি দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। যদি শীর্ষ তিন ব্যাটসম্যান ২৫-৩০ ওভার খেলতে পারে, তাঁরা ম্যাচ সহজেই জিততে পারে। তাঁরা ধাওয়ানকে ফেরাতে পারে। আপনি তাঁকে এক বছর আগে দলের অধিনায়ক বানালেন। যখন আপনার হাতে খেলোয়াড় এসেছে তখন আপনি তাঁকে এদিক-সেদিক ছুঁড়ে ফেলে দিলেন।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।