অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান
সিরিজে ১-১ সমতা।

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে সমতা ফেরালো পাকিস্তান
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-11-08T14:53:11+06:00
আপডেট হয়েছে - 2024-11-08T14:53:11+06:00
Australia vs Pakistan
Adelaide Oval

Australia
163/10 (35)

Pakistan
169/1 (26.3)
Pakistan won by 9 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Haris Rauf (Pakistan) |
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দারুণ দাপুটে ক্রিকেট খেলে অজিদের গুঁড়িয়ে দিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। পার্থের তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারণী। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বল হাতে আগুনে রুপে ছিলেন রউফ।
অ্যাডিলেড ওভালে টসে জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে শুরু থেকে কিছুটা চালিয়ে খেলেছে অজিরা। ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১০ বলে ১৩ রান করে দলের ২১ রানের মাথায় বিদায় নেন। আরেক ওপেনার ম্যাথু শর্ট আউট হন ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে। দুজনকে ফেরান শাহীন শাহ আফ্রিদি।
তিনে নামা স্টিভেন স্মিথ এক প্রান্ত ধরে খেলতে থাকেন। তবে আরেক প্রান্তে ব্যাটাররা থিতু হতে পারছিলেন না। হারিস রউফের পেস তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলীয় ১০১ রানের মাথায় ৪৮ বলে ৩৫ রানের ইনিংস খেলে বিদায় নেন স্টিভেন স্মিথ। এরপরই যেন শনির দশা লাগে অজিদের ইনিংসে।
মাত্র ৬২ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের মাথায় গুঁটিয়ে যায় অস্ট্রেলিয়া। স্মিথ ছাড়া আর কেউ ২০ রানও করতে পারেননি।
পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেন হারিস রউফ। এছাড়া ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ১টি করে উইকেট তোলেন নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।
জবাব দিতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিকের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। চরম আগ্রাসী ব্যাটিংয়ে দলের বোর্ডে রান তুলতে থাকেন দুজন। তাদের মারমুখি ব্যাটিংয়ের ফলে জয় প্রায় নিশ্চিতই হয়ে যায় পাকিস্তানের।
ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকেন সাইম। শফিকও এগোতে থাকেন ফিফটির দিকে। অজি বোলারদের কচুকাটা করে রান তুলেছেন দুজন। উদ্বোধনী জুটি ভেঙেছে দলের ১৩৭ রানের মাথায়। ৭১ বলে ৮২ রান করে সাজঘরে ফিরে যান সাইম, মিস করেছেন সেঞ্চুরিটা।
পরে বাবর আজমকে সাথে নিয়ে বাকি কাজটা সেরেছেন শফিক, ছুঁয়েছেন ফিফটিও। ১৪১ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ২০ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন বাবর। শফিক টিকে ছিলেন ৬৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরালো পাকিস্তান। ১০ নভেম্বর পার্থের ম্যাচ এখন সিরিজ নির্ধারণী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।