অ্যাটকিনসনের সেঞ্চুরির পর লর্ডসে ইংল্যান্ডের বিশাল লিড
লর্ডস টেস্টের নাটাই ইংল্যান্ডের হাতে।

অ্যাটকিনসনের সেঞ্চুরির পর লর্ডসে ইংল্যান্ডের বিশাল লিড
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-31T00:17:33+06:00
আপডেট হয়েছে - 2024-08-31T00:17:33+06:00
England vs Sri Lanka
Lord's

England
427/10 (102) 251/10 (54.3)

Sri Lanka
196/10 (55.3) 292/10 (86.4)
England won by 190 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Gus Atkinson (England) |
লর্ডস টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড শ্রীলঙ্কার চেয়ে এখনও এগিয়ে আছে ২৫৬ রানে। হাতে রয়েছে ৯ উইকেট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দারুণ ঝলমলে এক সেঞ্চুরি হাঁকিয়েছেন অ্যাটকিনসন। ছবি : গেটি ইমেজস৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে
ইংল্যান্ড। আগের দিন ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকা গাস অ্যাটকিনসনের ব্যাট দ্বিতীয়
দিনেও ছুটেছে অপ্রতিরোধ্য গতিতে। কিছুটা চালিয়ে খেললেও তাকে থামাতেই পারছিলেন না
লঙ্কান বোলাররা। কার্যকরী ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাও ছুঁয়ে ফেলেন
অ্যাটকিনসন। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
আগের দিন অ্যাটকিনসনের সাথে ক্রিজে টিকে থাকা ম্যাথু পটস দলের ৩৯৩ রানের মাথায় আউট হয়েছেন ৪৩ বলে ২১ রানের ইনিংস খেলে। অ্যাটকিনসন সেঞ্চুরি ছোঁয়ার পর বেশি দূর আগাতে পারেননি। ১১৫ বলে ১১৮ রানের ঝলমলে এক ইনিংস খেলে থেমেছেন দলের ৪২০ রানের মাথায়।
অ্যাটকিনসনের প্রথম টেস্ট সেঞ্চুরি। ছবি : গেটি ইমেজস
৩১ বলে ১৫ রান করা ওলি স্টোন ইনিংসের শেষ ব্যাটার
হিসেবে আউট হয়েছেন দলীয় ৪২৭ রানের মাথাতে। প্রথম ইনিংসটা এখানেই থেমেছে
ইংল্যান্ডের।
শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। ২টি করে উইকেট নেন মিলান রাথনায়েকে এবং লাহিরু কুমারা। ১ উইকেট তোলেন প্রবাথ জয়সুরিয়া।
৫ উইকেট শিকার করেছেন আসিথা ফার্নান্দো। ছবি : গেটি ইমেজসজবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অল্প রানের
মধ্যে দুই ওপেনার নিশান মাদুশকা এবং দিমুথ করুণারত্নেকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
দলের ৩২ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন দুজন। দুজনেই করেছেন ৩২ রান। তিনে নামা পাথুম
নিসাঙ্কা আউট হয়েছেন দলের ৩৬ রানের মাথায়, করেছেন ১৮ বলে ১২ রান।
এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমাল। তবে কাছাকাছি সময়ে আউট হয়েছেন দুজনই। ২২ রান করে সাজঘরে ফেরেন ম্যাথিউস, চান্দিমাল করেন ২৩ রান।
শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের চাপে রেখেছিলেন ইংলিশ বোলাররা। ছবি : গেটি ইমেজস
এরপরই দৃশ্যপটে আগমন কামিন্দু মেন্ডিসের। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার এরপর এক প্রান্ত আগলে খেলা চালিয়ে যেতে থাকেন। বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেও অটল ছিলেন কামিন্দু। তার দারুণ কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে শ্রীলঙ্কার বোর্ডেও রান উঠেছে।
শুরুতে কামিন্দুকে সঙ্গ দিতে থাকা মিলান রাথনায়েকে আউট হন দলের ১১৮ রানের মাথায়। ১৪ বলে ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। তবে কামিন্দু ঠিকই ছুটছিলেন। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ফিফটিও তুলে নেন তিনি।
চাপের মুখে কামিন্দুর এমন অসাধারণ লড়াকু ব্যাটিংয়ের সুবাদেই ইংল্যান্ডের লিডটা কিছুটা কমাতে পেরেছে শ্রীলঙ্কা। ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকা কামিন্দুর সামনে সেঞ্চুরির সুযোগ থাকলেও তা লুফে নিতে পারেননি তিনি। দলের ১৯৬ রানের মাথায় সর্বশেষ ব্যাটার হিসেবে ১২০ বলে ৭৪ রানের ইনিংস খেলে বিদায় নেন কামিন্দু, প্রথম ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার।
ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস এবং ওলি স্টোন। এছাড়া ১ উইকেট তোলেন শোয়েব বশির।
শেষ বিকেলে লরেন্সকে ফিরিয়েছে শ্রীলঙ্কা। ২৩১ রানের লিড নিয়ে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট
করতে নামে ইংল্যান্ড। ৭ ওভারে ২৫ রান তুলতে অবশ্য ১ উইকেট হারিয়ে ফেলেছে ইংলিশরা।
১২ বলে ৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ড্যান লরেন্স। ২৪ বলে ১৫ রান করে
ক্রিজে টিকে আছেন বেন ডাকেট। অধিনায়ক ওলি পোপ অপরাজিত আছেন ৬ বলে ২ রান করে। লিড
বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ রান।
লঙ্কানদের হয়ে ১ উইকেট তুলেছেন লাহিরু কুমারা।
দুই দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।