অ্যাশেজের একাদশে অ্যান্ডারসন-রবিনসন, ফিরছেন মঈনও
অবসর ভেঙ্গে টেস্টে ফিরেই একাদশে মঈন।

অ্যাশেজের একাদশে অ্যান্ডারসন-রবিনসন, ফিরছেন মঈনও
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-06-15T00:38:30+06:00
আপডেট হয়েছে - 2023-06-15T00:38:30+06:00
চোটের কারণে শঙ্কা ছিল দুই পেসার জেমস অ্যান্ডারসন এবং ওলি রবিনসনকে নিয়ে। তবে সব শঙ্কা কাটিয়ে অ্যাশেজের প্রথম টেস্টের একাদশে জায়গা পেয়ে গেছেন দুজনই। এছাড়া অবসর ভেঙ্গে টেস্টে ফেরা মঈন আলীও জায়গা পেয়েছেন এজবাস্টন টেস্টের একাদশে।
একাদশে রাখা হয়েছে মঈনকে। ছবিঃ গেটি ইমেজস
দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ। ম্যাচের আগেই একাদশ ঘোষণা করে দেওয়াটা ইংল্যান্ডের জন্য খুব স্বাভাবিকই। এবারও ব্যতিক্রম হয়নি। ম্যাচের প্রায় ২ দিন বাকি থাকতেই একাদশ দিয়ে দিয়েছে ইংলিশরা। চোটসমস্যা এড়িয়ে সেই একাদশে জায়গা করে নিয়েছেন দুই পেসার অ্যান্ডারসন এবং রবিনসন। তৃতীয় পেসার হিসেবে আছেন স্টুয়ার্ট ব্রড।
এছাড়া অবসর ভেঙ্গে টেস্ট ক্রিকেটে ফেরা মঈন আলীকেও একাদশে অন্তর্ভূক্ত করে নিয়েছে ইংল্যান্ড। চোটের কারণে জ্যাক লিচ ছিটকে যাওয়ায় ইংলিশদের একাদশে বিশেষজ্ঞ স্পিনার বলতে আছেন এই মঈনই। এছাড়া একাদশের বাকি মুখগুলো পরিচিতই। ওপেনিংয়ে জ্যাক ক্রাউলির সাথে আছেন বেন ডাকেট। তিনে খেলবেন ওলি পোপ, চারে যথারীতি জো রুট। পাঁচে হ্যারি ব্রুক এবং ছয়ে খেলবেন অধিনায়ক বেন স্টোকস। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরা উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো খেলবেন সাতে। এরপর মঈনের সাথে খেলবেন তিন পেসার।
শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা পেয়েছেন অ্যান্ডারসন এবং রবিনসন দুজনই। ছবিঃ গেটি ইমেজস
আগামী ১৬ জুন বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে মাঠে গড়াবে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।