
Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-01-20T21:01:32+06:00
আপডেট হয়েছে - 2023-01-20T21:01:32+06:00
খেলার মতো সুস্থ হতে না পারলেও দুর্ঘটনার শিকার হওয়া রিশাভ পান্ট যদি ভ্রমণ করতে পারেন তাহলে তাকে দিল্লী ক্যাপিটালসের ডাগ-আউটে চান দলটির কোচ রিকি পন্টিং। সড়ক দুর্ঘটনার কবলে পড়ায় আইপিএল থেকে ছিটকে গিয়েছেন এ উইকেট কিপার ব্যাটসম্যান।
আইসিসি রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে পাঁচ বছর ধরে দিল্লীর কোচের দায়িত্ব পালন করতে থাকা পন্টিং বলেন, "সপ্তাহের প্রতিদিন আমি ডাগআউটে তাকে (পান্ট) আমার পাশে বসাতে চাই। সে যদি খেলার জন্য যথেষ্ট ফিট না হতে পারে তাহলে তাকে আমাদের আশেপাশে রাখতে আমরা পছন্দ করব।"
নেতা হিসেবে পান্টের মনোভাব এবং তার হাসিমুখ দলের সবাই ভালোবাসে বলে জানান দিল্লীর কোচ। তিনি বলেন, "মার্চের মাঝামাঝিতে যখন দিল্লীতে আমাদের ক্যাম্প শুরু করব, সে যদি সেখানে তখন থাকতে পারে তাহলে আমি তাকে পুরোটা সময় জুড়েই সাথে চাইব।"
৩০ ডিসেম্বর ভোরে পান্টের গাড়ি সড়কের বিভাজকের সাথে ধাক্কা লাগে এবং পরে তাতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় দেহের বিভিন্ন জায়গায় চোট পেয়েছিলেন পান্ট। ছিঁড়ে যায় হাঁটুর তিনটি লিগামেন্ট। এছাড়া কপালের দুই জায়গায় কেটে যাওয়ার সাথে চোট পেয়েছিলেন কব্জিতেও। ৭ জানুয়ারি বিসিসিআই থেকে তার হাঁটুতে সার্জারি করার খবর জানানো হয়। এখনো একটি সার্জারি বাকি রয়েছে।
আইপিএলের মতো নিজ দেশের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও দর্শক হয়ে থাকার শঙ্কা রয়েছে পান্টের। কবে তিনি মাঠে ফিরতে পারেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে চলতি বছরের বেশিরভাগ সময় ক্রিকেটের বাইরেই থাকতে হবে পান্টকে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।