আইপিএল : চুক্তির শর্ত ভাঙলে বিদেশিদের নিষেধাজ্ঞা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-09-29T14:15:15+06:00
আপডেট হয়েছে - 2024-09-29T14:15:15+06:00
আইপিএলে বিদেশি ক্রিকেটারদের ওপর কড়াকড়ি আরোপ করে নতুন নিয়ম জারি করেছে বিসিসিআই। কোনো ক্রিকেটার তার চুক্তি অনুযায়ী আইপিএলে অংশ না নিলে এখন থেকে দেওয়া হবে নিষেধাজ্ঞা। গত মৌসুমে ইংলিশ ক্রিকেটাররা হুট করে দল বেঁধে আইপিএল ছেড়ে গেলে তারকাহীন হয়ে পড়ে অনেক দল। এর যেন পুনরাবৃত্তি না হয় এজন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।
আইপিএলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বরাবরই হট কেক। কোটি কোটি টাকা পান একেকটি আসর খেলার বিনিময়ে। সাধারণত নিলামের আগেই জানিয়ে দেওয়া হয় কোন ক্রিকেটার কতদিন খেলতে পারবেন, পুরো আসর খেলবেন কি না। তবে পুরো আসরের জন্য চুক্তি করা ক্রিকেটারদের অনেকেই কখনও ব্যক্তিগত কারণ, কখনও জাতীয় দলের খেলা, কখনও বোর্ডের ডাক- এসব কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে যান।
তাতে বিপাকে পড়ে ফ্র্যাঞ্চাইজিরা। আসরের মাঝপথে হুট করে দলের গুরুত্বপূর্ণ তারকাকে হারিয়ে কমে যায় শক্তিও। এবার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা এলো। বিসিসিআই জানিয়েছে, কোনো ক্রিকেটার এভাবে হুট করে চলে গেলে ২ বছর তাকে নিষিদ্ধ করা হবে। তবে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ থাকছে।
আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত জানায়। একইসাথে জানানো হয়েছে, এখন থেকে প্রত্যেক বিদেশিকে মেগা নিলামে নাম দিতেই হবে। অতীতে দেখা গেছে, মেগা নিলামে নাম না দিয়ে পরবর্তী ১ আসরের মিনি নিলামে নাম দিয়েই কাড়ি কাড়ি টাকা পেয়ে যান বিদেশি ক্রিকেটাররা। তবে এখন থেকে মেগা নিলামে নাম না দিলে মিনি নিলামেও নাম দেওয়া যাবে না, অর্থাৎ পরের আসরে এক বছর কার্যত নিষিদ্ধ থাকবেন।
দল পেয়ে সরে দাঁড়ানোর নজির বাংলাদেশের ক্রিকেটারদেরও আছে। ২০২৩ আইপিএলে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সাকিব টুর্নামেন্ট শুরুর আগেই সরে দাঁড়ান, আর লিটন এক ম্যাচ খেলে চলে আসেন দেশে। আইপিএলের নতুন নিয়ম হওয়ার কারণে এখন থেকে বুঝেশুনে নিলামে নাম নিবন্ধন করতে হবে ক্রিকেটারদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।