আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে উসমান
ভবিষ্যতেও ক্রিকেটের সাথে থাকার ঘোষণা উসমানের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে উসমান
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-29T23:13:22+06:00
আপডেট হয়েছে - 2024-06-29T23:13:22+06:00
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ উসমান। ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৩৮ ওয়ানডে এবং ৪৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উসমান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সংযুক্ত আরব আমিরাতের হয়ে উসমানের ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উসমানের। কয়েক মাস পরে স্কটল্যান্ডের বিপক্ষে হয় ওয়ানডে অভিষেক। সব মিলিয়ে ৩৮ ওয়ানডে ম্যাচে ৩১.৫০ গড়ে ১০০৮ রান করেছেন উসমান। ৪ ফিফটির সাথে হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি। ৪৭ টি-টোয়েন্টি খেলে উসমানের রান ৮৯১। ফিফটি হাঁকিয়েছেন ৩টি। ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে ৭ ম্যাচে ১৭৬ রান করেছিলেন উসমান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনিই। সর্বশেষ ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন উসমান।
লাহোরে জন্ম নেওয়া ৩৮ বছর বয়সী উসমান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দল এবং ক্রিকেট বোর্ডের সাথে যাত্রাটা দারুণ ছিল। যারা এই যাত্রায় ভূমিকা রেখেছেন আমার সতীর্থ, কোচ এবং অন্যান্য সাপোর্ট স্টাফের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি গর্বিত যে আমি সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৮৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমি এখন আমার জীবনের পরবর্তী অধ্যায়ে মনোযোগ দিতে চাই যেহেতু আমি খেলার সাথেই যুক্ত থাকতে চাই। আমি সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলকে এবং প্লেয়ারদেরকে সামনের রোমাঞ্চকর দিনগুলোর জন্য শুভকামনা জানাতে চাই।’
উসমান ছিলেন একজন বাঁহাতি ব্যাটার, ব্যাট করতেন মিডল অর্ডারে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।