██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আফগানদের নারী শিক্ষায় সরকারের বাঁধা, প্রতিবাদ জানালেন নবী-রশিদ

আফগান নারীদের নার্সিং ইনস্টিটিউট বন্ধ করেছে তালেবান সরকার

আফগানদের নারী শিক্ষায় সরকারের বাঁধা, প্রতিবাদ জানালেন নবী-রশিদ

প্রকাশিত হয়েছে - 2024-12-05T22:42:50+06:00

আপডেট হয়েছে - 2024-12-05T22:42:50+06:00

আফগানিস্তানের ২০২১ সাল থেকে চলছে তালেবান শাসনামল। তালেবান সরকারের বিভিন্ন বিধিনিষেধের মধ্যে রয়েছে নারীশিক্ষায় নিষেধাজ্ঞা আরোপ। এবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার৷ নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন দেশটির ক্রিকেটের বড় তারকা মোহাম্মদ নবী ও রশিদ খান।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

প্রতিবাদ করেছেন নবী-রশিদ


এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞা আসার পর এবার নারীদের নার্সিং ইনস্টিটিউট বন্ধ করেছে তালেবান সরকার। এই সিদ্ধান্তকে ভালোভাবে নিচ্ছেন না নবী। একে অন্যায় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।


তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। থমকে গেছে আফগানিস্তান নারী ক্রিকেট দল গঠনের প্রক্রিয়াও। যদিও টেস্ট মর্যাদা পাওয়া ও আইসিসির রাজস্বের ভাগ পাওয়ার একটি শর্ত নারী ক্রিকেট কার্যক্রম চালু থাকা।
মেডিকেল বিভাগেই কিছুটা ছাড় দিয়ে নারী শিক্ষার কিছু কার্যক্রম চালু আছে। এবার বিধিনিষেধ আসলো সেখানেও। বন্ধ করা হয়েছে নার্সিং অ্যান্ড মিডওয়াইভস ট্রেনিং ইনস্টিটিউট।


এ সিদ্ধান্তকে হৃদয় বিদারক ও অন্যায় হিসেব আখ্যায়িত করেছেন নবী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নবী বলেন, " নারীদের চিকিৎসা শিক্ষা নিষিদ্ধ করার তালেবানদের সিদ্ধান্ত শুধু হৃদয় ভাঙার মতোই নয়, বরং প্রবল অন্যায়ও। ইসলামে সবসময়ই সবার জন্য শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং মুসলিম নারীদের প্রেরণাদায়ী উদাহরণ দিয়ে ইতিহাসও অনেক সমৃদ্ধ, প্রজন্মের পর প্রজন্মে নিজেদের জ্ঞানের আলোয় যারা অবদান রেখেছেন।"


নবী আরো বলেন, " আমি তালেবানদের প্রতি তাগিদ জানাব এই ব্যাপারগুলো উপলব্ধি করতে। নারীদের শেখার সুযোগ না দেওয়া ও দেশকে সেবা করার সুযোগ না দেওয়া মানে তাদের স্বপ্ন ও জাতির ভবিষ্যতের সঙ্গে প্রতারণা করা। আমাদের মেয়েদের শিক্ষার সুযোগ দিন, সমৃদ্ধ হতে দিন এবং সবার জন্য আরও সমৃদ্ধ আফগানিস্তান গড়ে তুলুন। এটা তাদের অধিকার এবং আমাদের দায়িত্ব এটা রক্ষা করা।"


এর আগে এ নিয়ে মুখ খুলেছেন আফগানদের সবচেয়ে বড় তারকা রশিদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রশিদ বলেন, " গভীর দুঃখ ও হতাশার সঙ্গে আফগানিস্তানের বোন ও মায়েদের জন্য শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিতে দৃষ্টিপাত করছি। এই সিদ্ধান্ত কেবল তাদের ভবিষ্যৎকেই নয়, আমাদের সমাজের কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করেছে…দেশের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা খাতে পেশাদারদের ভীষণ প্রয়োজন।"


রশিদ যুক্ত করেন, " নারী চিকিৎসক এবং নার্সদের তীব্র ঘাটতি উদ্বেগজনক। কারণ এটি সরাসরি নারীদের স্বাস্থ্যসেবা এবং মর্যাদাকে প্রভাবিত করে… আমি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আন্তরিকভাবে আবেদন করছি, যাতে আফগান মেয়েরা তাদের শিক্ষার অধিকার পুনরায় পায় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। সবার জন্য শিক্ষা প্রদান কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের বিশ্বাস ও মূল্যবোধের একটি নৈতিক দায়িত্ব।"



বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.