আমি কখনো এমন ভীতু অস্ট্রেলিয়াকে দেখিনি : ভন
সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভনের চোখে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিং সবচেয়ে বাজে ছিল।

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2023-07-29T17:03:28+06:00
আপডেট হয়েছে - 2023-07-29T17:03:28+06:00
ওভালে চলমান অ্যাশেজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১২ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে ২৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাব দিতে নেমে একপর্যায়ে ১৮৫ রানে সাত উইকেট হারালেও স্টিভ স্মিথ ও টেলএন্ডারদের ব্যাটিং দৃঢ়তায় ২৯৫ রান করতে সমর্থ হয় অজিরা। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ধরন নিয়েই খোঁচা দিয়েছেন ভন।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে ভন বলেন, ‘তারা তো অ্যাশেজ নিয়েই দেশে যাচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়াকে আমি এতটা ভয় নিয়ে কখনই খেলতে দেখিনি। এমনিতে তারা অনেক আগ্রাসী এবং খেলাকে এগিয়ে নেয়। কিন্তু এখানে তারা স্রেফ উইকেটে পড়ে থেকে লম্বা সময় ব্যাট করার চেষ্টা করেছে। এটা ভুলেই গেছে যে বোলারদের ওপরও কিছুটা চাপ ফিরিয়ে দিতে হয়। আজ (গতকাল) সকালে তারা যেভাবে ব্যাট করেছে, আমার দেখা অস্ট্রেলিয়ার সবচেয়ে বাজে ব্যাটিং। তারা কখনো এভাবে খেলে না।’
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক ওয়াহ অস্ট্রেলিয়াকে মাঠে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। স্কাই স্পোর্টসের ধারাভাষ্যে তিনি বলেন, 'কোন সন্দেহ নেই তারা(ইংল্যান্ড) ভালো বোলিং করেছে। কিন্তু আপনার প্রতিপক্ষকে জানাতে হবে আপনার প্রতিপক্ষ আপনাকে যতটা তাড়া করছে আপনিও তাদেরকে ততটা তাড়া করবেন।'
তবে ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন, অজিরা যেহেতু ‘ব্যাজবল’ কৌশলে খেলে না, তাই তাদের ব্যাটিংয়ের ধরন দেখে বিস্মিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, ‘তারা তাদের খেলার ধরনেই অটল থেকেছে, যে কৌশলে অনেক বছর ধরেই তারা সাফল্য পেয়ে আসছে। ব্যাপারটি তো এ রকম নয় যে অন্য দলও আমাদের খেলার ধরন অনুসরণ করবে। আমাদের জন্য এটা কার্যকর। কিন্তু দিনশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ঘরোয়া গ্রীষ্মের সবগুলো ম্যাচ তারা জিতেছে। আমরা ভিন্ন ঘরানায় খেলি বলেই তারা তাদের নিজস্ব ঘরানা তো বদলাবে না।’
-লিখেছেন তালহা তানীম।