আর হচ্ছে না পিএসএল-বিগ ব্যাশের সূচির সংঘর্ষ

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-11T11:19:55+06:00
আপডেট হয়েছে - 2024-01-11T11:19:55+06:00
একই সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বিগ ব্যাশ লিগ (বিবিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই দেশের খেলোয়াড়দের নিজ নিজ লিগে পেতে দুই বোর্ডের সমোঝতাতেই এ সিদ্ধান্ত।
সমোঝতার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা সালমান নাসির। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পৃথিবীজুড়ে লিগের সংখ্যা এত বৃদ্ধি পাওয়ার ফলে সূচির সংঘর্ষ একটা বড় চিন্তার ব্যাপার। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে একটা সমোঝতায় যেতে পেরেছি যে ভবিষ্যতে বিগ ব্যাশ আর পিএসএল কখনো একই সময় আয়োজিত হবে না।"
"আমরা ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারটা আলোচনা করেছি। উভয় বোর্ডই দুই লিগে মানসম্মত খেলোয়াড় রাখার ক্ষেত্রে ও এনওসির বিষয়টি আরও ভালোভাবে সামাল দেওয়ার ক্ষেত্রে সহায়তা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ এবং পিএসএল কমিশনার নায়লা ভাট্টি। আগামী দুই মৌসুমের জন্য পিএসএলের ডিজিটাল স্বত্ব এবং সম্প্রচার স্বত্ব নিলামে বিক্রি হওয়ার ব্যাপারটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন নায়লা।
পাকিস্তান অঞ্চলের জন্য ৬.৩ বিলিয়ন পাকিস্তানি রূপিতে বিক্রি হয়েছে টেলিভিশন স্বত্ব, ডিজিটাল স্বত্বের দাম উঠেছে ১.৯ বিলিয়ন।
১৩ ডিসেম্বর ড্রাফটের মাধ্যমে স্কোয়াড গঠন করেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের নবম আসর। ২৪ জানুয়ারি শেষ হবে এবারের বিগ ব্যাশ লিগ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।