
ইমপ্যাক্ট প্লেয়ারের বিপক্ষে কোহলিও
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-18T20:31:54+06:00
আপডেট হয়েছে - 2024-05-18T20:31:54+06:00
আইপিএলের বেশ আলোচিত সমালোচিত এক নিয়ম ইমপ্যাক্ট প্লেয়ার। ১১ জনের খেলা ক্রিকেটে আইপিএলের প্রতিটি দল সুযোগ পেয়েছে ১২ জন খেলানোর। মাঝের ইনিংস বিরতিতে ১ জন খেলোয়াড়কে বদল করার সুযোগ ছিল। এই বাড়তি সুবিধার ফায়দাটা সুদে-আসলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিরাট কোহলি।
আইপিএলের এবারের আসরে রান হয়েছে টর্নেডোর গতিতে। ২০০ রানও যেন কিছুক্ষেত্রে কম হয়ে গিয়েছিল। ২৫০ ছাড়ানো স্কোর দেখা গেছে হরহামেশাই। দলগুলোর এত বেশি রান করার পেছনে স্বাভাবিকভাবেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের অবদান দেখেছেন অনেকে। এই নিয়মের কড়া সমালোচনাও করেছেন ক্রিকেটবোদ্ধারা।
এবার ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলি। তার মতে, ব্যাট-বলের মাঝে ভারসাম্য নষ্ট করছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। লড়াইটা এখন আর সমান সমান নেই। এর আগে কোহলির ভারতীয় সতীর্থ রোহিত শর্মাও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের বিপক্ষে মত দেন।
জিও সিনেমার সাথে আলাপকালে বিরাট কোহলি বলেন, ‘আমি রোহিতের সাথে একমত। আইপিএলের ক্ষেত্রে যদি দেখেন, হ্যাঁ বিনোদন হয়ত এক দিকে থাকবে। তবে বোলাররা ভাবছে ব্যাটারদের আটকাতে আমার কী করা উচিত। আমার এরকম অভিজ্ঞতা কখনও হয়নি কিন্তু বোলাররা চিন্তা করছে হয়ত প্রতি বলেই তাদের চার অথবা ছক্কা হজম করতে হবে। এটা অনেক উচ্চ পর্যায়ের ক্রিকেট। আমার মতে, এখানে এক দিকে এতটা দাপটের জায়গা থাকা উচিত নয়। ব্যাট-বলের সমান লড়াইয়ের মধ্যেও দারুণ সৌন্দর্য রয়েছে।’
কোহলি আরও বলেন, ‘প্রতিটি দলে তো আর জাসপ্রীত বুমরাহ অথবা রশিদ খান বা রহস্য কোনো স্পিনার নেই। তাহলে কী করবেন আপনি? আমি আপনাকে বলছি, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকার কারণেই আমি পাওয়ারপ্লেতে ২০০ এর চেয়ে বেশি স্ট্রাইকরেটে ব্যাট করছি। কারণ আমি জানি ৮ নম্বরেও একজন ব্যাটার আসবে।’
কোহলি জানান, ‘একজন ব্যাটার হিসেবে আমি বলতে পারি এই নিয়ম ভালো। কিন্তু ম্যাচ আরও জমজমাট হওয়া উচিত। ক্রিকেটে শুধু চার আর ছক্কাই রোমাঞ্চকর বিষয় নয়। রোমাঞ্চকর বিষয় হচ্ছে আপনি ১৬০ রানও ডিফেন্ড করতে পারবেন। ফলে এখানে কিছুটা ভারসাম্য নষ্ট হয়েছে বলে আমার মনে হয়।’
বিরাট কোহলি। কোহলি-রোহিত ছাড়াও দিল্লী ক্যাপিটালসের কোচ রিকি
পন্টিং,
ক্রিকেটার অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার ইমপ্যাক্ট প্লেয়ারের
নিয়মের বিপক্ষে আওয়াজ তুলেছিলেন। অন্যদিকে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার
রবিচন্দ্রন অশ্বিন এবং ভারতের সাবেক কোচ ও বর্তমানের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এই
নিয়মের পক্ষে মত দিয়েছেন।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ অবশ্য কিছুদিন আগে জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে চলছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। কিছুদিন আগে জয় বলেন, ‘আমরা প্লেয়ার, ফ্র্যাঞ্চাইজি, ব্রডকাস্টারদের সাথে কথা বলব এবং একটি মতামত নেব। এটা স্থায়ী নয়। তবে আমি বলছি না এটি চলে যাবে।’
ব্যাট হাতে এবারের আইপিএলটা বেশ ভালো কেটেছে বিরাট কোহলির। ১৩ ইনিংসে ৬৬.১ গড়ে সর্বোচ্চ ৬৬১ রান করেছেন কোহলি। স্ট্রাইকরেট ১৫৫.১৬। ৫ ফিফটির সাথে হাঁকিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্লে-অফে খেলা অবশ্য এখনও নিশ্চিত নয়, আটকে আছে অনেক সমীকরণের মারপ্যাঁচে।
আইপিএল শেষেই ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযানে নেমে যেতে হবে কোহলিকে। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ১২ জুন যুক্তরাষ্ট্র এবং ১৫ জুন কানাডার বিপক্ষে খেলবেন রোহিত-কোহলিরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।