উইজডেনের লিডিং ক্রিকেটারের খেতাব জিতলেন কামিন্স
২০২৩ সালটা স্বপ্নের মত কেটেছে কামিন্সের।

উইজডেনের লিডিং ক্রিকেটারের খেতাব জিতলেন কামিন্স
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-16T15:13:49+06:00
আপডেট হয়েছে - 2024-04-16T15:13:49+06:00
উইজডেন ক্রিকেটার্স অ্যালার্মনাকের ২০২৪ সংস্করণে বিশ্বের লিডিং ক্রিকেটারের খেতাব জিতেছেন প্যাট কামিন্স এবং ন্যাট স্কিভার ব্রান্ট। অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ানডে অধিনায়কের ২০২৩ সালটা কেটেছে স্বপ্নের মত। যার ফলে একের পর এক পুরস্কার বাগিয়ে নিচ্ছেন তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে কামিন্সের অস্ট্রেলিয়া।
২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। যেখানে অজিদের সামনে থেকে নেতৃত্ব দেন কামিন্স। একই বছরে অস্ট্রেলিয়ার হয়ে আরও একটি আইসিসির টুর্নামেন্ট জিতেছেন অধিনায়ক কামিন্স। ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অজিরা, এখানেও ফাইনালে হারিয়েছে ভারতকে। ফাইনাল ম্যাচে কামিন্সের কৌশলী অধিনায়কত্ব মুগ্ধ করেছে সবাইকে।
এছাড়া ২০২৩ সালে অ্যাশেজের ট্রফিটাও ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সাথে টানটান উত্তেজনাপূর্ণ পাঁচ ম্যাচের সিরিজটা ২-২ ব্যবধানে ড্র করে অজিরা। সব মিলিয়ে দল হিসেবে অস্ট্রেলিয়ার জন্যও ২০২৩ সালটা ছিল সোনায় সোহাগা।
২০১২ সালে মাইকেল ক্লার্কের পর প্রথম অজি ক্রিকেটার হিসেবে উইজডেনের লিডিং ক্রিকেটারের খেতাব জিতলেন কামিন্স। এছাড়া গত চার বছরের মধ্যে তিনবার এই খেতাব জিতেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২০, ২০২১ এবং ২০২৩ সালে উইজডেনের লিডিং ক্রিকেটার হয়েছিলেন স্টোকস।
তাছাড়া উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও দেখা গেছে অজিদের রাজত্ব। এই খেতাব একজন ক্রিকেটার ক্যারিয়ারে একবারই পেতে পারেন। ইংল্যান্ডের হোম সিজনের পারফরম্যান্স মূল্যায়ন করে বেছে নেওয়া হয় সেরা পাঁচ ক্রিকেটারকে।
এবারের পাঁচ ক্রিকেটারের মধ্যে আছে অস্ট্রেলিয়া নারী দলের অ্যাশলি গার্ডনার, পুরুষ দলের মিচেল স্টার্ক এবং উসমান খাজা। এছাড়া ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং মার্ক উডও জায়গা পেয়েছেন এই তালিকায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৭৪ বলে ১৬৩ রানের অনবদ্য এক ইনিংস খেলা ট্রাভিস হেড জিতেছেন উইজডেনের বর্ষসেরা টেস্ট পারফরম্যান্সের খেতাব।
এবার প্রথমবারের মত লিডিং টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন একজন নারী ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস জিতেছেন সেই পুরস্কার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।