██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

উইন্ডিজ বোলারদের শাসিয়ে ইংল্যান্ডকে জেতালেন বাটলার

উইন্ডিজ বোলারদের শাসিয়ে ইংল্যান্ডকে জেতালেন বাটলার

প্রকাশিত হয়েছে - 2024-11-11T06:07:35+06:00

আপডেট হয়েছে - 2024-11-11T06:07:35+06:00

টপ অর্ডারের ব্যর্থতায় বড় পুঁজি হয়নি ক্যারিবিয়ানদের। তবে ব্রিজটাউনে যে বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন বাটলার, বড় পুঁজি গড়তে পারলেও হয়তো জিততে পারত না ওয়েস্ট ইন্ডিজ। তাদের দেওয়া সহজ লক্ষ্যকে আরও সহজ বানিয়ে ইংল্যান্ডকে টি-২০ ২-০ তে এগিয়ে নিয়েছেন বাটলার।  



আগের ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার ফিল সল্ট এ ম্যাচে যেন দেখলেন মুদ্রার উলটো পিঠ। এ ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন সাজঘরে। ইনিংসের একদম প্রথম ডেলিভারিতে আকিল হোসেনের বলে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে বসেন ফিল সল্ট। প্রথম বলেই সল্টের বিদায়ে মাঝারি পুঁজি নিয়েও স্বপ্ন দেখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সেই স্বপ্ন ধুলিসাৎ করেন জস বাটলার। 

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

উইল জ্যাকসকে সাথে নিয়ে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হন বাটলার। শুরুর দিকে একটু সময় নেন। পাওয়ারপ্লের শেষ ওভারে পুরোপুরি হাত খুলেন তিনি। রোমারিও শেফার্ডের বলে মারেন ২ চার আর ১ বিশাল ছক্কা। ঐ ওভারে ইংল্যান্ডের বোর্ডে যোগ হয় ২১, পাওয়ারপ্লেতেই ইংল্যান্ড তুলে ৫৬। 

উইকেটের খোঁজে থাকা ওয়েস্ট ইন্ডিজ আট ওভারের মধ্যেই শেষ করে ফেলে আকিল হোসেনের স্পেল। অর্থাৎ এক প্রান্ত থেকে টানা ৪ ওভার বোলিং করেন আকিল। আকিলকে দেখেশুনেই খেলেন জ্যাকস এবং বাটলার। আকিলের স্পেল শেষ হওয়ার ওপর ভয়ঙ্কর হয়ে ওঠেন বাটলার। নবম ওভারে গুডাকেশ মোটির বলে মারেন চার আর ছক্কা। রোস্টন চেজের করা পরের ওভারে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে তুলে নেন ফিফটি। প্রথম ১০ বল মোকাবেলা করে ৩ রান করা বাটলার মাত্র ৩২ বলেই অর্ধশতকের দেখা পান। 

অভিষেক ঘটানো টেরেন্স হিন্ডসের ক্যারিয়ারের প্রথম ওভারটাও তিক্তময় করে রাখেন বাটলার। এক্সট্রা কাভার দিয়ে চারের পর মারেন লং অন দিয়ে বিশাল ছক্কা। ঐ ওভারে বাউন্ডারি আসে জ্যাকসের ব্যাট থেকেও। বাটলারের ধুন্ধুমার ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ চলে আসে ইংল্যান্ডের হাতের মুঠোতে। 

১২তম ওভারে চেজের বলে বাটলার হাঁকান ২ ছক্কা আর ১ চার। অবশেষে ১৩তম ওভারে দুইজনকেই সাজঘরে পাঠান রোমারিও শেফার্ড। কিন্তু ততক্ষণে কার্যত ম্যাচে কোনো সম্ভাবনা টিকে ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ২৯ বলে ৩৮ রান করে জ্যাকস ক্যাচ দেন ফোর্ডের হাতে। আর দাপুটে ব্যাটিং করতে থাকা বাটলারের ঝড়ের সমাপ্তি ঘটে সীমানার কাছে পাওয়েল ক্যাচ নিলে। বাটলারের এ ৪৫ বলে ৮৩ রানের ইনিংসে ছিল ৮ চার আর ৬ ছক্কা।

এরপর অধিনায়ক লিয়াম লিভিংস্টনের ১১ বলে ২৩ রানের মারকুটে ইনিংসে জয়টা দ্রুত পেয়ে যায় ইংল্যান্ড। ১৫ ওভারের এক বল কম খেলেই ১৫৯ রানের টার্গেট তাড়া করে ফেলে সফরকারীরা। 

এর আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ১৫৮ রানেই আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই পেসার সাকিব মাহমুদের বলে ক্যাচ তুলে দেন ব্র্যান্ডন কিং। এক অঙ্কের ঘরে থেকেই আউট হন এভিন লুইস। ৩ চার মেরে দ্রুত রান তোলার আভাস দেওয়া রোস্টন চেজ ১৩ রানেই বিদায় নেন সাকিবের দ্বিতীয় শিকার হয়ে। 

নিজের শততম আন্তর্জাতিক টি-২০ খেলতে নামা নিকোলাস পুরানও ছিলেন বিবর্ণ। ২৩ বল খেলে করেন মাত্র ১৪। লিভিংস্টোনের ফ্লাইটে বোকা হয়ে হন স্টাম্পিংয়ের শিকার। ছয়ের নিচে নেমে এসেছিল ওয়েস্ট ইন্ডিজের রান রেট। পাওয়েল এক প্রান্ত আগলে করেন ৪৩ রান। শেষদিকে রোমারিও শেফার্ডের ১১ বলে ২২ আর ম্যাথু ফোর্ডের ৬ বলে ১৩ রানের দ্রুতগতির ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় ১৫৮ রানের পুঁজি। 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১৫৮/৮, ২০ ওভার
পাওয়েল ৪৩, শেফার্ড ২২, পুরান ১৪
লিভিংস্টোন ২/১৬, সাকিব ২/২০

ইংল্যান্ড ১৬১/৩, ১৪.৫ ওভার
বাটলার ৮৩, জ্যাকস ৩৮, লিভিংস্টোন ২৩*
শেফার্ড ২/৪২, আকিল ১/২৪ 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.